Ajker Patrika

এমিলিয়ানো মার্তিনেজ যেন ‘দুর্ভেদ্য দেয়াল’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১: ৪৪
এমিলিয়ানো মার্তিনেজ যেন ‘দুর্ভেদ্য দেয়াল’

বৈশ্বিক টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজ মানেই যেন আর্জেন্টিনার ‘দুর্ভেদ্য দেয়াল’। বিপক্ষ দলের ফুটবলারদের নিশ্চিত গোল ঠেকাতে মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর টাইব্রেকারে মার্তিনেজ যেন হয়ে ওঠেন ‘বাজপাখি’। দুর্দান্ত ডাইভ দিয়ে গোল তো তিনি ঠেকিয়ে দেনই, একই সঙ্গে পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের কৌশলে মানসিকভাবে পরাস্ত করেন।

গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল প্রথম ৯০ মিনিটে হয় ২-২ ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ডাচদের প্রথম শট নিয়েছিলেন ভার্জিল ফন ডাইক। ডাচ অধিনায়কের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেজ। দ্বিতীয় শট নিয়েছিলেন স্টিভেন বার্গুইস। এবারের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এই দুটি শট আটকেই মূলত আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ।

শুধু লুসাইলেই নন, গত বছর কোপা আমেরিকায়ও এমন দুর্দান্ত অনেক শট বাঁচিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে ফাইনাল তো বটেই। বিশেষ করে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত