ক্রীড়া ডেস্ক
বৈশ্বিক টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজ মানেই যেন আর্জেন্টিনার ‘দুর্ভেদ্য দেয়াল’। বিপক্ষ দলের ফুটবলারদের নিশ্চিত গোল ঠেকাতে মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর টাইব্রেকারে মার্তিনেজ যেন হয়ে ওঠেন ‘বাজপাখি’। দুর্দান্ত ডাইভ দিয়ে গোল তো তিনি ঠেকিয়ে দেনই, একই সঙ্গে পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের কৌশলে মানসিকভাবে পরাস্ত করেন।
গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল প্রথম ৯০ মিনিটে হয় ২-২ ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ডাচদের প্রথম শট নিয়েছিলেন ভার্জিল ফন ডাইক। ডাচ অধিনায়কের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেজ। দ্বিতীয় শট নিয়েছিলেন স্টিভেন বার্গুইস। এবারের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এই দুটি শট আটকেই মূলত আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ।
শুধু লুসাইলেই নন, গত বছর কোপা আমেরিকায়ও এমন দুর্দান্ত অনেক শট বাঁচিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে ফাইনাল তো বটেই। বিশেষ করে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
বৈশ্বিক টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজ মানেই যেন আর্জেন্টিনার ‘দুর্ভেদ্য দেয়াল’। বিপক্ষ দলের ফুটবলারদের নিশ্চিত গোল ঠেকাতে মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর টাইব্রেকারে মার্তিনেজ যেন হয়ে ওঠেন ‘বাজপাখি’। দুর্দান্ত ডাইভ দিয়ে গোল তো তিনি ঠেকিয়ে দেনই, একই সঙ্গে পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের কৌশলে মানসিকভাবে পরাস্ত করেন।
গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল প্রথম ৯০ মিনিটে হয় ২-২ ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ডাচদের প্রথম শট নিয়েছিলেন ভার্জিল ফন ডাইক। ডাচ অধিনায়কের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেজ। দ্বিতীয় শট নিয়েছিলেন স্টিভেন বার্গুইস। এবারের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এই দুটি শট আটকেই মূলত আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ।
শুধু লুসাইলেই নন, গত বছর কোপা আমেরিকায়ও এমন দুর্দান্ত অনেক শট বাঁচিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে ফাইনাল তো বটেই। বিশেষ করে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।
নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চলে গেছে সেমিফাইনালে। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
৩ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
৪ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
৪ ঘণ্টা আগেগতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
৬ ঘণ্টা আগে