Ajker Patrika

চোটে বিশ্বকাপ শেষ আরও এক ফ্রান্স তারকার

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫: ৪৯
চোটে বিশ্বকাপ শেষ আরও এক ফ্রান্স তারকার

এবারের বিশ্বকাপে চোট পিছু ছাড়ছে না ফ্রান্সের। স্কোয়াড ঘোষণার আগে থেকেই দলটি একের পর এক বড় তারকা ফুটবলারকে হারিয়েছে। এবার চোটে হারালেন স্কোয়াডের আরেক তারকা ফুটবলারকে। হাঁটুর চোটে ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। 

বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ হলো এনকুকুর। মঙ্গলবার অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পান তিনি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো তাঁকেও ছিটকে যেতে হলো টুর্নামেন্ট থেকে। তাঁর মতো দুদিন আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। আরবি লাইপজিগের এই ফরোয়ার্ডের চোটের বিষয়ে ফ্রান্স জাতীয় দল বিবৃতিতে বলেছে, ‘অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনকুকু। পুরো দল তাঁর এমন সংবাদে হতাশ হয়েছে। সেই সঙ্গে এই ফরোয়ার্ডের দ্রুত আরোগ্য কামনা করেছে।’ 

এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এনকুকু। আরবি লাইপজিগের হয়ে বিশ্বকাপ বিরতির আগে ১৫ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মেই বিশ্বকাপকে রাঙিয়ে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগা চোট ফরোয়ার্ডের স্বপ্ন চুরমার করে দিল। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে এখনো জানায়নি ফ্রান্স দল। 

এনকুকু ও কিমপেম্বে স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার আগেও ফ্রান্স দল হারিয়েছে রাশিয়া বিশ্বকাপজয়ী দুই তারকা মিডফিল্ডারকে। স্কোয়াড ঘোষণার আগেই বাদ পড়েছিলেন পল পগবা ও এনগালো কান্তে। ২২ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত