Ajker Patrika

মৌসুমের প্রথম শিরোপা নিষ্পত্তি তবে লেভারকুজেনে

মৌসুমের প্রথম শিরোপা নিষ্পত্তি তবে লেভারকুজেনে

এমন একটি রাতের অপেক্ষায় শত বছরের বেশি সময় ধরে অপেক্ষায় আছে লেভারকুজেন। কিন্তু শহরটির কোথাও সাজসাজ রব নেই। সাজানো হয়নি রাস্তাঘাট। অথচ আজ জার্মানির শহরটির অধিবাসীদের জন্য এক বিশেষ রাত হতে যাচ্ছে। 

বাকি শুধু ভেরডের ব্রেমেনের বিপক্ষে জয়। তাতেই নিষ্পত্তি হয়ে যাবে এ মৌসুমের বুন্দেসলিগা শিরোপার। ১২০ বছরের অপেক্ষা ঘুচবে বেয়ার লেভারকুজেনের। প্রথমবার জার্মান ফুটবলে শীর্ষ লিগের শিরোপা উঠবে তাদের হাতে। সেটিও লিগের ২৯তম রাউন্ডে এসে। 

এ যেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস ‘শত বছরের নিঃসঙ্গতা’য় বুয়েন্দিয়া পরিবারের গল্প। অপেক্ষা আর অপেক্ষা। সেই অপেক্ষার ধ্রুপদি সমাপ্তির নায়ক এক স্প্যানিশ। কলম্বাসের মতো আমেরিকা আবিষ্কারের মহাকাব্যিক অভিযান তাঁর। সেই নাবিকের নাম জাবি আলোনসো। ২০১০ বিশ্বকাপে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডারের অধীনে প্রথম বুন্দেসলিগার স্বাদ পেতে যাচ্ছে লেভারকুজেন। 

ব্রেমেনকে হারাতে পারলে সব হিসেবে নিকেশ চুকে যাবে লেভারকুজেনের। ৭৯ পয়েন্ট নিয়ে নিষ্পত্তি করে ফেলবে লিগ শিরোপা। তালিকার দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখ যদি বাকি ৬ ম্যাচেও জিতে তবে তাদের পয়েন্ট হবে ৭৮। গতকাল নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় যদি বাভারিয়ানরা হেরে যেত তবে এই সমীকরণেরও দরকার পড়ত না। আগেভাগে চ্যাম্পিয়ন হয়ে যেত বুন্দেসলিগা। 

কোলনের বিপক্ষে জয়ে অবশ্য বায়ার্ন একদিন পিছিয়ে দিতে পেরেছে লেভারকুজেনের শিরোপা নিষ্পত্তির দিন। তবে সেই শিরোপা ঘরে তোলা এখন সময়ের ব্যবধান ছাড়া আর কিছুই নয়। গত ১৩ মৌসুম পর মিউনিখ থেকে কোনো শহরে বুন্দেসলিগা যাবে। আর সেই শহর জার্মানির উত্তর রাইনের লেভারকুজেন। 

বেঅ্যারেনায় নিজেদের সমর্থকদের সামনে শিরোপা নিষ্পত্তি—এ সুযোগও আজ পাচ্ছে আলোনসোর দল। দরকার শুধু একটি জয়। ব্রেমেনের বিপক্ষে ড্র বা হারলে সেই উৎসব অবশ্য পিছিয়ে যাবে তাদের। থামবে সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজেয় থাকার কীর্তি। তবে অপরাজিত থেকে লিগ চ্যাম্পিয়ন হতে চাইবে লেভারকুজেন। আজ রাতে জিতলে অবশ্য তারা শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম শিরোপা নিষ্পত্তির আনন্দ মাতবে বটে তবে লিগের শেষ রাউন্ডে গিয়ে সারতে পারে উৎসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত