Ajker Patrika

মেসি-এমবাপ্পের রেকর্ডের রাত

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৫: ৫৩
মেসি-এমবাপ্পের রেকর্ডের রাত

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে দুজনই রেকর্ডের হাতছানি নিয়ে নঁতের বিপক্ষে খেলতে নেমেছিলেন। গতকাল নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেস তাঁদের অপেক্ষায়ও রাখেনি। নঁতেকে ৪-২ গোলে হারানোর ম্যাচে দুজনই নিজ নিজ রেকর্ড গড়েছেন।

শুরুটা করেছেন মেসি। ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে তো দিয়েছেন, সঙ্গে নতুন এক মাইলফলকও অর্জন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাব ক্যারিয়ারে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে ১০০০ ছুঁয়েছেন তিনি। ৭০১ গোলের সঙ্গে ২৯৯ গোলে সহায়তা করেছেন পিএসজি তারকা। এই মাইলফলক ছুঁতে ৮৪০ ম্যাচ খেলেছেন এলএম টেন।

সঙ্গে এই মৌসুমে সরাসরি ৫০ গোলে অবদানও রেখেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে ৩০ গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে ২০ গোল করিয়েছেন তিনি। ফিফটি করতে ম্যাচ খেলেছেন ৩৯টি। 

অন্যদিকে ম্যাচের অতিরিক্ত সময়ে রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ম্যাচের নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল, ঠিক সে সময় গোল করে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১ গোল করে পিএসজির গোলের রাজা এখন তিনিই। 

এই রেকর্ড গড়তে ২৪৭ ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার। এত দিন ২০০ গোল নিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল এডিনসন কাভানির। অনেক আগেই ক্লাব ছাড়ায় এমবাপ্পকে ধরার সুযোগ নেই উরুগুইয়ান তারকার। তবে গোলের রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার অনেক সময় পাচ্ছেন ফরাসি তারকা। 

গতকাল দলের হয়ে অন্য দুই গোলের একটি করেছেন মিডফিল্ডার দানিলো পেরেইরা। আর বাকি গোলটি আত্মঘাতী করেছেন প্রতিপক্ষের ডিফেন্ডার জাইয়েন হাদজাম। প্রতিপক্ষদের হয়ে ২ গোল শোধ করেছেন লুডোভিক ব্লাস ও ইগনাশিয়াস গানাগো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত