নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। দারুণ শুরুর পর মাঝের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। তবে শেষ ৬ ওভারে রায়ান বার্ল ও লুক জঙ্গোয় ৭৯ রানের ঝোড়ো জুটিতে ১৫৬ রানের পুঁজি পায় ক্রেইগ আরভিনরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রেজিস চাকাভা ও ক্রেইগ আরভিন। মাত্র ৩ ওভারেই ২৯ রান তোলেন তাঁরা। বিধ্বংসী হয়ে ওঠা এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। ১০ বলে ১৭ রান করে আফিফ হোসেনর তালুবদ্ধ হন চাকাভা।
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওয়েসলি মাদহেভেরেকে থিতু হওয়ার আগেই ফেরান শেখ মেহেদী। পরের বলে নতুন ব্যাটার সিকান্দার রাজাকে গোল্ডেন ডাকে ফেরান এই স্পিনার। তাঁর জোড়া শিকারে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পান বাংলাদেশ বোলাররা।
৯ম ওভারে এসে শন উইলিমাসকে ফেরান নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দারুণ এক ডেলিভারিতে এই ব্যাটারকে নাজমুল হোসেন শান্তের ক্যাচবদ্ধ করেন তিনি। পরের ওভারে ওপেনার আরভিনকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ বলে ২৪ রান করে কট বিহাইন্ডের শিকার তিনি।
দলীয় ৬৭ রানের মাথায় আরও একটি উইকেট হারায় স্বাগতিকেরা। মিল্টন শুম্বাকে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়ের দারুণ ক্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান।
১৫তম ওভারে তোপ ঝাড়েন রায়ান বার্ল। নাসুমকে পেয়েই পাঁচটি ছক্কা ও একটি চারে ৩৪ রান তুলে নেন এই ব্যাটার। তাতেই রানের চাকা ঘুরে যায় স্বাগতিকদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে এক ওভারে ৩৪ রান দেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশ স্পিনার।
লুক জঙ্গোয়ে ও বার্ল মিলে শেষ চার ওভারে ঝোড়ো ব্যাটিং করে দলকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যান। ১৪৬ রানের মাথায় জঙ্গোয়কে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ২০ বলে ৩৫ রান করে জঙ্গোয় ফিরলে ভাঙে ৭৯ রানের বিশাল জুটি। ২৪ বলে ঝোড়ো ফিফটি করা বার্লকেও (৫৪) ফিরিয়েছেন এই পেসার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে তারা।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। দারুণ শুরুর পর মাঝের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। তবে শেষ ৬ ওভারে রায়ান বার্ল ও লুক জঙ্গোয় ৭৯ রানের ঝোড়ো জুটিতে ১৫৬ রানের পুঁজি পায় ক্রেইগ আরভিনরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রেজিস চাকাভা ও ক্রেইগ আরভিন। মাত্র ৩ ওভারেই ২৯ রান তোলেন তাঁরা। বিধ্বংসী হয়ে ওঠা এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। ১০ বলে ১৭ রান করে আফিফ হোসেনর তালুবদ্ধ হন চাকাভা।
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওয়েসলি মাদহেভেরেকে থিতু হওয়ার আগেই ফেরান শেখ মেহেদী। পরের বলে নতুন ব্যাটার সিকান্দার রাজাকে গোল্ডেন ডাকে ফেরান এই স্পিনার। তাঁর জোড়া শিকারে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পান বাংলাদেশ বোলাররা।
৯ম ওভারে এসে শন উইলিমাসকে ফেরান নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দারুণ এক ডেলিভারিতে এই ব্যাটারকে নাজমুল হোসেন শান্তের ক্যাচবদ্ধ করেন তিনি। পরের ওভারে ওপেনার আরভিনকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ বলে ২৪ রান করে কট বিহাইন্ডের শিকার তিনি।
দলীয় ৬৭ রানের মাথায় আরও একটি উইকেট হারায় স্বাগতিকেরা। মিল্টন শুম্বাকে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়ের দারুণ ক্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান।
১৫তম ওভারে তোপ ঝাড়েন রায়ান বার্ল। নাসুমকে পেয়েই পাঁচটি ছক্কা ও একটি চারে ৩৪ রান তুলে নেন এই ব্যাটার। তাতেই রানের চাকা ঘুরে যায় স্বাগতিকদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে এক ওভারে ৩৪ রান দেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশ স্পিনার।
লুক জঙ্গোয়ে ও বার্ল মিলে শেষ চার ওভারে ঝোড়ো ব্যাটিং করে দলকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যান। ১৪৬ রানের মাথায় জঙ্গোয়কে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ২০ বলে ৩৫ রান করে জঙ্গোয় ফিরলে ভাঙে ৭৯ রানের বিশাল জুটি। ২৪ বলে ঝোড়ো ফিফটি করা বার্লকেও (৫৪) ফিরিয়েছেন এই পেসার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে তারা।
১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দেন দুর্দান্ত শুরু। ধারাটা ধরে রাখেন শেষ ওভার পর্যন্ত। যদিও হংকংকে অল আউট করতে পারেনি লিটন দাসের দল। রানের লাগাম টেন
২ ঘণ্টা আগে১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতে এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
২ ঘণ্টা আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
৪ ঘণ্টা আগে