Ajker Patrika

টি-টোয়েন্টি লিগের কারণে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শঙ্কা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ০২
টি-টোয়েন্টি লিগের কারণে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শঙ্কা

‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিতি সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে ২০১৭ সালে। ওভালে সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আট বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হতে যাচ্ছে। আট দলের এই টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।

তবে শুরুর আগেই আগামী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তার কারণ, ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। এখন প্রায় প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করে। যার কারণে আইসিসির টুর্নামেন্টের সূচি বের করাটায় পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। 

আগামী চ্যাম্পিয়নস ট্রফি হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে। তবে শুরুর এক বছর বাকি থাকতেই এই টুর্নামেন্ট নিয়ে খবরের কারণ—ভেন্যু জটিলতা। এ সময় শুরু হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আবার স্বাগতিক পাকিস্তানসহ যে আট দল খেলবে, তারা নিরাপত্তা কারণে পাকিস্তানে যাবে কি না সেটি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভারত কি যাবে? নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত তারা। তার মধ্যে বেশ কিছু বোর্ড নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ওপর চ্যাম্পিয়নস ট্রফি প্রভাব ফেলতে পারে ভেবে চিন্তিত।

সংযুক্ত আরব আমিরাত খেলবে না চ্যাম্পিয়নস ট্রফিতে। তারপরও চিন্তিত তারা। কারণ, আইসিসির এই টুর্নামেন্ট চললে, তাদের আইএলটি-২০ লিগে খেলোয়াড় পাওয়াটায় কঠিন হয়ে দাঁড়াবে। সেটি মাথায় চিন্তা করেই আইএলটি-২০ লিগের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উইন্ডোতে প্রভাব ফেলতে পারে।

২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ওই সময় বেশ কয়েকটি দেশে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে। তার মধ্যে বাংলাদেশের বিপিএল, দক্ষিণ আফ্রিকার এসএ-২০, আরব আমিরাতের আইএলটি-২০ ও পাকিস্তানের পিএসএল হয়ে থাকে। চ্যাম্পিয়নস ট্রফিতে আমিরাত ছাড়া খেলবে বাকি তিন দল। যার কারণে সূচি নিয়ে এই দুশ্চিন্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত