Ajker Patrika

জিম্বাবুয়ে ম্যাচের মাঝে কানাডা লিগে মিরাজের নাম, আছেন তামিমও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫: ৩৪
কানাডা টি-টেন লিগে নাম নিবন্ধন করেছেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ । ছবি: ফাইল ছবি
কানাডা টি-টেন লিগে নাম নিবন্ধন করেছেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ । ছবি: ফাইল ছবি

মেহেদী হাসান মিরাজ এখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এই টেস্টের মাঝেই তাঁর নাম দেখা গেল কানাডা লিগে।

কানাডায় দীর্ঘদিন ধরেই টি-টেন টুর্নামেন্ট চালুর চেষ্টা করে যাচ্ছেন যুবরাজ সিং। ভারতের এই তারকা অলরাউন্ডারের প্রচেষ্টা অবশেষে সফল হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রের মতো কানাডাও ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে। ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, কানাডা সুপার সিক্সটি নামে যুবরাজ যে টি-টেন আয়োজন করতে যাচ্ছেন, সেখানে নারী-পুরুষ মিলে ১৩০০-এর বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করছেন। বাংলাদেশের দুই ক্রিকেটার মিরাজ ও তানজিদ হাসান তামিম নাম নিবন্ধন করেছেন।

মিরাজ-তামিমদের সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও নাম নিবন্ধন করেছেন কানাডা টি-টেন লিগে। সেই তারকারা হলেন— ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশব মহারাজ, টিম সাইফার্ট, টিম সাউদি, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিদি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, তাবরেইজ শামসি, ভানুকা রাজাপাক্ষে, মার্টিন গাপটিল, ডেভিড মালান, চ্যাড বোয়েস, গুড়াকেশ মোতি। প্রস্তাবিত এই টুর্নামেন্ট হতে পারে আট দলের।

নারী ক্রিকেটারদের মধ্যেও অনেক তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন এই তালিকায়। নারী ক্রিকেটারদের তালিকায় আছেন— ম্যাডি গ্রিন, ফ্র্যান জোনাস, রোজমেরি মায়ের, ইডেন কার্সন, তাজমিন ব্রিটস, অ্যামি স্মিথ, লোরেন উইনফিল্ড-হিল, জেস জোনাসেন, শবনম ইসমাইল, লরা হ্যারিস, দিয়েন্দ্রা ডটিন, চিনেলে হেনরি, সিনালো জাফটা, এনকুলুলেকো ম্লাবা, ফাতিমা সানা, লিয়া তাহুহুর মতো ক্রিকেটার। টুর্নামেন্টের আয়োজকেরা জানিয়েছেন, শিগগিরই ড্রাফটের তারিখ জানানো হবে। নারী, পুরুষ দুই দলের টুর্নামেন্ট জুলাইতে শুরু হবে বলে ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত