Ajker Patrika

ধর্ষণে অভিযুক্ত লামিচানকে এড়িয়ে চললেন স্কটিশ ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২০
ধর্ষণে অভিযুক্ত লামিচানকে এড়িয়ে চললেন স্কটিশ ক্রিকেটাররা

নেপালের কীর্তিপুরে গতকাল দেশটির সব ক্রিকেটারের সঙ্গে করমর্দন করেছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা। শুধু বাকি ছিলেন সন্দ্বীপ লামিচানে। নেপালি এই লেগ স্পিনারের সঙ্গে করমর্দন করেননি স্কটিশ খেলোয়াড়েরা।

গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল এক কিশোরী। ধর্ষণের অভিযোগে নেপালি এই লেগ স্পিনারকে জেল খাটতে হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে লামিচানের জামিন মঞ্জুর করেন আদালত। সন্দীপ লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান)। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-তে খেলা শুরু করেন তিনি। ক্রিকইনফো জানিয়েছে, লামিচানের বিরুদ্ধে থাকা অভিযোগের নীরব প্রতিবাদ হিসেবে স্কটল্যান্ডের ক্রিকেটাররা তাঁর সঙ্গে করমর্দন করেননি।

গতকাল প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৪ রান করে। ২৭৫-এর লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার হাতে রেখে ৩ উইকেটের জয় পায় নেপাল। এই ম্যাচে ১০ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন লামিচানে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর তিন ম্যাচে ৮ উইকেট নিয়েছেন নেপালি এই লেগ স্পিনার।

এর আগে নামিবিয়ার খেলোয়াড়েরা ম্যাচের আগে নেপালের সব খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করলেও লামিচানেকে এড়িয়ে গিয়েছিলেন। ক্রিকইনফো জানিয়েছে, স্কটল্যান্ড ও নামিবিয়ার ক্রিকেটাররা লামিচানের খেলাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত