Ajker Patrika

রঞ্জি নয়, বোর্ডের ডাক না শুনে চুক্তি থেকে বাদ কিষান

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৬: ২৩
রঞ্জি নয়, বোর্ডের ডাক না শুনে চুক্তি থেকে বাদ কিষান

প্রায়শ্চিত্তের সুযোগ পেয়েছিলেন ঈশান কিষান। সুযোগটা তৈরি করে দিয়েছিলেন ভারতের কোচ ও অধিনায়ক। কিন্তু সুযোগটা লুফে না নিয়ে উল্টো কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়েছেন উদীয়মান ব্যাটার। 

যার শাস্তিস্বরূপ ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন বলে এবার জানা গেছে। অথচ, গুঞ্জন উঠেছে রঞ্জি ট্রফিতে খেলতে না চাওয়ায় শ্রেয়াস আইয়ারের সঙ্গে কিষানকে বাদ দিয়েছে বিসিসিআই। আজ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ক্রিকইনফোর বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, রঞ্জি নয়, কোচ ও অধিনায়কের কথা অগ্রাহ্য করায় এমন শাস্তি পেয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটার। 

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলার সময় কিষানের সঙ্গে যোগাযোগ করে বোর্ড। প্রথম দুই টেস্ট খারাপ করায় কেএস ভরতের বিকল্প হিসেবে তাঁকে নিতে চেয়েছিল রাহুল ও রোহিত। কিন্তু বাঁহাতি ব্যাটার জানিয়ে দেন, টেস্ট খেলার জন্য তিনি এখনো তৈরি নন। অথচ, সে সময় কোনো ধরনের ক্রিকেট খেলছিলেন না। অনুশীলন করছিলেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে। 

কিষানকে না পেয়ে তাই বাধ্য হয়ে ধ্রুব জুরেলকে দলে নেয় ভারত। সুযোগ পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্সে এখন প্রশংসায় ভাসছেন জুরেল। প্রথম ইনিংসে ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৩৯ রানে। অন্যদিকে খেলতে অনাগ্রহ দেখায় কেন্দ্রীয় চুক্তি থেকে তো বাদ পড়েছেন সঙ্গে ভবিষ্যতে সুযোগ পাবেন কিনা তা নিয়ে এখন আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত