নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কানপুরে ভারতের বিপক্ষে গত বছর টেস্টের পর দেশের জার্সিতে খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে এরপর ৮ মাসে বারবার তাঁর ফেরার সম্ভাবনা শোনা গেলেও সেটা বাস্তবে দেখা যায়নি।
বাংলাদেশের জার্সিতে সাকিবের এখন পর্যন্ত ‘শেষ’ ম্যাচে ছিলেন মেহেদী হাসান মিরাজও। আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে খেলার সৌভাগ্য না হলেও মিরাজের সঙ্গে সাকিবের দেখা হয়েছে গত মাসে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুজনেই লাহোর কালান্দার্সে থাকায় সাকিবের সঙ্গে মিরাজের তখন বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছিল। তখন কী আলাপ-আলোচনা হয়েছিল, সেটা কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মিরাজ। ২৭ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘তাঁর (সাকিব) প্রেক্ষাপট ভিন্ন। এটা তো সবাই জানি। আর আমরা যখন একসঙ্গে লাহোর কালান্দার্সে খেলেছি, অনেক দিন পর দেখা হয়েছে। কথা বলেছি। একসঙ্গে ছিলাম। তিনি হয়তো ওয়ানডে খেলতে চান। দেশের হয়ে আরও কিছুদিন ক্রিকেট খেলতে চান। সেটাই বলেছিলেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কতটা হতশ্রী অবস্থা, সেটা আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাবে। টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। টেস্টে এশিয়ার দলটি রয়েছে ৯ নম্বরে। এমন সংকটময় অবস্থায় বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সংস্করণে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।
বাজে অবস্থা থেকে উত্তরণের উপায় বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজকে বাতলে দিয়েছেন সাকিব। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘একটা কথা বলেছেন যে সবার এক হয়ে ক্রিকেট খেলতে হবে। সবাই এক হয়ে খেললে বাংলাদেশ ভালো করবে। আমাদের দলের হয়তো সাময়িক খারাপ যাচ্ছে; কিন্তু আমাদের দল অনেক ভালো এবং আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’
সাকিব গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন। টেস্ট ও ওয়ানডেটা চালিয়ে যেতে চান। যেখানে অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশে ফিরতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তখন তাঁকে (সাকিব) নিরুৎসাহিত করেছিলেন।
নানা নাটকীয়তার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ বছরের ৩০ মে ফারুকের পরিচালক পদ বাতিল করে দেয়। যে এনএসসির মাধ্যমে ফারুক সভাপতি হয়েছিলেন, তাদের মাধ্যমেই সভাপতির পদটা হারালেন তিনি। ফারুকের পরিবর্তে ৩১ মে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। যে সাকিব গত বছরের ৫ আগস্ট পতন হওয়া আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন, তাঁকে দেশে ফেরাতে বর্তমান সরকারকে রাজি করানো যাবে কি? সভাপতি হয়ে মিরপুরে প্রথম সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া না-চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর বিসিবি নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন। তাঁদের সিদ্ধান্তকে আমরা সম্মান করব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি সাকিবকে। ঢাকার একটি ক্রিকেট টুর্নামেন্টে কদিন আগে সাংবাদিকেরা বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে প্রশ্ন করেছিলেন, সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে কিনা। মিঠু তখন বলেছিলেন, ‘অবশ্যই নয়।’
গলে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট দিয়েই মূলত শুরু দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
কানপুরে ভারতের বিপক্ষে গত বছর টেস্টের পর দেশের জার্সিতে খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে এরপর ৮ মাসে বারবার তাঁর ফেরার সম্ভাবনা শোনা গেলেও সেটা বাস্তবে দেখা যায়নি।
বাংলাদেশের জার্সিতে সাকিবের এখন পর্যন্ত ‘শেষ’ ম্যাচে ছিলেন মেহেদী হাসান মিরাজও। আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে খেলার সৌভাগ্য না হলেও মিরাজের সঙ্গে সাকিবের দেখা হয়েছে গত মাসে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুজনেই লাহোর কালান্দার্সে থাকায় সাকিবের সঙ্গে মিরাজের তখন বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছিল। তখন কী আলাপ-আলোচনা হয়েছিল, সেটা কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মিরাজ। ২৭ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘তাঁর (সাকিব) প্রেক্ষাপট ভিন্ন। এটা তো সবাই জানি। আর আমরা যখন একসঙ্গে লাহোর কালান্দার্সে খেলেছি, অনেক দিন পর দেখা হয়েছে। কথা বলেছি। একসঙ্গে ছিলাম। তিনি হয়তো ওয়ানডে খেলতে চান। দেশের হয়ে আরও কিছুদিন ক্রিকেট খেলতে চান। সেটাই বলেছিলেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কতটা হতশ্রী অবস্থা, সেটা আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাবে। টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। টেস্টে এশিয়ার দলটি রয়েছে ৯ নম্বরে। এমন সংকটময় অবস্থায় বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সংস্করণে অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।
বাজে অবস্থা থেকে উত্তরণের উপায় বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজকে বাতলে দিয়েছেন সাকিব। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘একটা কথা বলেছেন যে সবার এক হয়ে ক্রিকেট খেলতে হবে। সবাই এক হয়ে খেললে বাংলাদেশ ভালো করবে। আমাদের দলের হয়তো সাময়িক খারাপ যাচ্ছে; কিন্তু আমাদের দল অনেক ভালো এবং আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’
সাকিব গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন। টেস্ট ও ওয়ানডেটা চালিয়ে যেতে চান। যেখানে অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশে ফিরতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তখন তাঁকে (সাকিব) নিরুৎসাহিত করেছিলেন।
নানা নাটকীয়তার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ বছরের ৩০ মে ফারুকের পরিচালক পদ বাতিল করে দেয়। যে এনএসসির মাধ্যমে ফারুক সভাপতি হয়েছিলেন, তাদের মাধ্যমেই সভাপতির পদটা হারালেন তিনি। ফারুকের পরিবর্তে ৩১ মে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। যে সাকিব গত বছরের ৫ আগস্ট পতন হওয়া আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন, তাঁকে দেশে ফেরাতে বর্তমান সরকারকে রাজি করানো যাবে কি? সভাপতি হয়ে মিরপুরে প্রথম সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া না-চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর বিসিবি নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন। তাঁদের সিদ্ধান্তকে আমরা সম্মান করব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি সাকিবকে। ঢাকার একটি ক্রিকেট টুর্নামেন্টে কদিন আগে সাংবাদিকেরা বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে প্রশ্ন করেছিলেন, সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে কিনা। মিঠু তখন বলেছিলেন, ‘অবশ্যই নয়।’
গলে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট দিয়েই মূলত শুরু দ্বিপক্ষীয় সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। তিনি বর্তমানে ওয়ানডে ও টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে