ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ তারাই করেছে, বিপরীতে ভারতের ভ্রমণ ০ কিলোমিটার।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান অনেক নাটকের পর আরব আমিরাতকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়। শর্ত ছিল, ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে যদি ভারত পৌঁছে যায়, সে ক্ষেত্রেও তারা খেলবে একই মাঠে। সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত, তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে ফাইনাল এখন দুবাইয়ে হচ্ছে।
ভারত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে খেলে নিজেদের ডেরার মতো বানিয়ে ফেলেছে দুবাই স্টেডিয়ামকে। প্র্যাকটিস গ্রাউন্ড, উইকেট, আবহাওয়া—দুবাইয়ের কন্ডিশনে নিজেদের খাপ খাইয়ে ফেলেছে ভারত। কিউইরা এই টুর্নামেন্টে এরই মধ্যে পাকিস্তান থেকে দুবাইয়ে দুবার আসা-যাওয়া করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সে অর্থে বেশি সুযোগ পায়নি।
সঙ্গে ভ্রমণঝক্কির ধকল তো কিউইদের আছেই। তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। সেখান থেকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে পা রেখেছেন কেন উইলিয়ামসনরা।
সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ড দলকে, যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের ভ্রমণ সেখানে শূন্য কিলোমিটার! দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮৬ কিলোমিটার ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল হতে পারে, এই সম্ভাবনায় ৩৬ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদের সেমি খেলতে দুবাই থেকে আবার লাহোরেই ফিরতে হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ তারাই করেছে, বিপরীতে ভারতের ভ্রমণ ০ কিলোমিটার।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান অনেক নাটকের পর আরব আমিরাতকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়। শর্ত ছিল, ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে যদি ভারত পৌঁছে যায়, সে ক্ষেত্রেও তারা খেলবে একই মাঠে। সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত, তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে ফাইনাল এখন দুবাইয়ে হচ্ছে।
ভারত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে খেলে নিজেদের ডেরার মতো বানিয়ে ফেলেছে দুবাই স্টেডিয়ামকে। প্র্যাকটিস গ্রাউন্ড, উইকেট, আবহাওয়া—দুবাইয়ের কন্ডিশনে নিজেদের খাপ খাইয়ে ফেলেছে ভারত। কিউইরা এই টুর্নামেন্টে এরই মধ্যে পাকিস্তান থেকে দুবাইয়ে দুবার আসা-যাওয়া করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সে অর্থে বেশি সুযোগ পায়নি।
সঙ্গে ভ্রমণঝক্কির ধকল তো কিউইদের আছেই। তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। সেখান থেকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে পা রেখেছেন কেন উইলিয়ামসনরা।
সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ড দলকে, যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের ভ্রমণ সেখানে শূন্য কিলোমিটার! দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮৬ কিলোমিটার ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল হতে পারে, এই সম্ভাবনায় ৩৬ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদের সেমি খেলতে দুবাই থেকে আবার লাহোরেই ফিরতে হয়েছে।
লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আর যদি হেরে যায় ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের...
১৪ মিনিট আগেপাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সে লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সে লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই...
৩৯ মিনিট আগে৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১৩ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১৩ ঘণ্টা আগে