Ajker Patrika

চ্যাম্পিয়ন হয়ে চাকরি খুঁজছেন দ্রাবিড়

চ্যাম্পিয়ন হয়ে চাকরি খুঁজছেন দ্রাবিড়

এমন সমাপ্তি কে না চায়। কত অধীর অপেক্ষার পর এই ফল। খেলোয়াড়ি জীবনে কখনো বিশ্বকাপ জেতা হয়নি রাহুল দ্রাবিড়ের। শিরোপার দেখা ঘুচছিল না কোচিং ক্যারিয়ারেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে অপেক্ষার প্রহর ফুরাতেই ভারতের কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটল দ্রাবিড়ের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের কোচিং পদ ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন দ্রাবিড়। শেষটা এভাবে রাঙাতে পেরে নিশ্চয়ই মাথা উঁচু করেই ডাগ-আউট ছাড়বেন তিনি। বিশ্বকাপ শেষে চাকরি ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে অবশ্য একটু মজা করলেন দ্রাবিড়। ফাইনালে এমন জয়ের পর সবকিছু নতুন করে শুরু করবে কিনা এমন প্রশ্নে বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি, সামনের সপ্তাহ থেকে জীবন আবার আগের মতোই হয়ে যাবে। শুধু আমি বেকার হয়ে যাব, এটাই পার্থক্য। সুতরাং আমি আগামী সপ্তাহ থেকেই বেকার হয়ে যাচ্ছি। কোনো চাকরি হবে? (হাসি) না আসলে এটা সত্যিই অনেক বড় মুহূর্ত।’ 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের ডাগ-আউট সামলানোর দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। দায়িত্ব নেওয়ার পরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হেরে কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেন দ্রাবিড়। পরের বছর ২০২৪ টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতাতেও ব্যর্থ হয় দল। তারপর দলের সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আরও এক বছর চুক্তি বৃদ্ধি করেন এই কোচ। 

খেলোয়াড়ি জীবনে শিরোপা জয়ের ব্যর্থতা শেষে কোচিং ক্যারিয়ারও শিরোপাহীন থাকার শঙ্কা জেগে উঠেছিল। এবারের টি-বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় হেরে যেতে বসেছিল তার দল। বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে সব শঙ্কা দূর করে শিরোপা জিতে নেয় ভারত তার সঙ্গে দ্রাবিড়ের বিদায়ও হয় রাজসিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত