Ajker Patrika

আইপিএলে মোস্তাফিজদের ম্যাচ কবে ও কখন 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

২০২৪ আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। তাঁকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তাঁর দলের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

এবারের আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। সূচিটা ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত। ২২ মার্চ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামেই বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। আংশিক সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচসহ মোস্তাফিজের দল খেলবে ৪ ম্যাচ। ২৬ মার্চ চিদম্বরমে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে চেন্নাই। ঘরের মাঠে ২ ম্যাচ খেলার পর চেন্নাই পরের ম্যাচ খেলবে বিশাখাপত্তনমে। ৩১ মার্চ চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ৫ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে। চেন্নাইয়ের প্রথম চার ম্যাচের চারটিই হবে রাতে। 

এবারের আইপিএলে ড্রাফটে নাম দেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। ছয় ক্রিকেটারের মধ্যে নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোস্তাফিজ, তাসকিন, শরীফুল।  এরপর গত বছরের ১৯ ডিসেম্বর দুবাইয়ের নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে নিয়েছে চেন্নাই। চেন্নাইতে আছেন ‘ট্রফি কালেক্টরের’ পরিচিতি পাওয়া মহেন্দ্র সিং ধোনি। আরও আছেন রাচীন রবীন্দ্র, রবীন্দ্র জাদেজা, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনারের মতো তারকারা।  গুজরাট টাইটানসকে হারিয়ে ২০২৩ আইপিএলের শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস।   এবার চেন্নাইয়ের লক্ষ্য ষষ্ঠ শিরোপা জয়ের। 

মোস্তাফিজ এবারের বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান তিনি। ভর্তি করা হয় ইম্পেরিয়াল হাসপাতালে। তাঁর মাথায় লেগেছে পাঁচ সেলাই। সেখান থেকে ফিট টু ফ্লাই সার্টিফিকেট নিয়ে ঢাকার টিম হোটেলে ২০ ফেব্রুয়ারি আসেন। চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক পেজে মোস্তাফিজের আরোগ্য কামনা করে স্ট্যাটাস দিয়েছিল সেদিনই। 

২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচের সূচি (আংশিক) 
তারিখ                  প্রতিপক্ষ                                  ভেন্যু                  শুরুর সময় (বাংলাদেশ সময়) 
২২ মার্চ                 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু         চেন্নাই                   রাত ৮টা ৩০ মিনিট 
২৬ মার্চ                 গুজরাট টাইটান্স                       চেন্নাই                   রাত ৮টা 
৩১ মার্চ                  দিল্লি ক্যাপিটালস                       বিশাখাপত্তনম       রাত ৮টা 
৫ এপ্রিল                সানরাইজার্স হায়দরাবাদ             হায়দরাবাদ            রাত ৮ টা

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত