ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচ যেন উত্তেজনার পারদ ছুঁয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচটাও রোমাঞ্চের শেষ পরীক্ষা নিল। প্রথমে টাই। এরপর সুপার ওভারে জেসন হোল্ডারের ওপর দিয়ে টর্নোডো বইয়ে দিলেন লগান ফন বিক। সেই ঝড়ের কাছে হার মেনে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ডাচদের কাছে ২২ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ।
সুপার ওভারে নেদারল্যান্ডসের ৩০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করতে পারল মাত্র ৮ রান। আগে ব্যাটিং করে ক্যারিবিয়ানরা অবশ্য ৩৭৪ রানের বড়সড় লক্ষ্যই দাঁড় করায়। নিকোলাস পুরানের সেঞ্চুরি, ব্রেন্ডন কিং, জনসন চালর্সের ফিফটি ও শাই হোপ-কিমো পলের দুটো ঝোড়ো ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সারমর্ম। ওপেনিং জুটিতে ১০১ রান তুলেন কিং ও চালর্স। চালর্স ৫৪ রান করে আউট হওয়ার দলকে বেশি দূর টানতে পারেননি শামারাহ ব্রুকস। ২৫ রানে সাকিব জুলফিকারের বলে এলবিডব্লউ হন তিনি।
তারপরও অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গতি হারায়নি। অধিনায়ক হোপ ৩৮ বলে ৪৭ করেন। তবে ডাচ বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ৬৫ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন পুরান। তাঁর ইনিংসে ৯ চারের পিঠে ৬ ছক্কা। শেষ দিকে ঝড় তোলেন কিমো পল। ২৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি।
৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেদারল্যান্ডসেরও শুরুটাও হয় দারুণ। ৭৬ রানের ওপেনিং জুটি, এরপর ৪ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারায় তারা। তবে নেদারল্যান্ডসকে টেনে নিয়েছেন তেজা নিদামানুরু। ৭৬ বলে ১১১ রানের ইনিংস খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। তাঁকে সঙ্গ দেন স্কট এডওয়ার্ডস। এই উইকেটেকিপার ব্যাটার ৪৭ বলে ৬৭ রান করেন। শেষদিকে ম্যাচ জমিয়ে তুলেন মূলত লগান ফন বিক ও আরিয়ান ডাট। ১৪ বলে বিক ২৮ রান করে আউট হলেও একপ্রান্তে ছিলেন ডাট। শেষ বলে জেতার জন্য ডাচদের দরকার ছিল ১ রান। আলজারি জোসেফের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ডাট আউট হলে ম্যাচ টাই হয়। তবে সুপার ওভারে শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিটি ম্যাচ যেন উত্তেজনার পারদ ছুঁয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচটাও রোমাঞ্চের শেষ পরীক্ষা নিল। প্রথমে টাই। এরপর সুপার ওভারে জেসন হোল্ডারের ওপর দিয়ে টর্নোডো বইয়ে দিলেন লগান ফন বিক। সেই ঝড়ের কাছে হার মেনে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ডাচদের কাছে ২২ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ।
সুপার ওভারে নেদারল্যান্ডসের ৩০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করতে পারল মাত্র ৮ রান। আগে ব্যাটিং করে ক্যারিবিয়ানরা অবশ্য ৩৭৪ রানের বড়সড় লক্ষ্যই দাঁড় করায়। নিকোলাস পুরানের সেঞ্চুরি, ব্রেন্ডন কিং, জনসন চালর্সের ফিফটি ও শাই হোপ-কিমো পলের দুটো ঝোড়ো ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সারমর্ম। ওপেনিং জুটিতে ১০১ রান তুলেন কিং ও চালর্স। চালর্স ৫৪ রান করে আউট হওয়ার দলকে বেশি দূর টানতে পারেননি শামারাহ ব্রুকস। ২৫ রানে সাকিব জুলফিকারের বলে এলবিডব্লউ হন তিনি।
তারপরও অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গতি হারায়নি। অধিনায়ক হোপ ৩৮ বলে ৪৭ করেন। তবে ডাচ বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ৬৫ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন পুরান। তাঁর ইনিংসে ৯ চারের পিঠে ৬ ছক্কা। শেষ দিকে ঝড় তোলেন কিমো পল। ২৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি।
৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেদারল্যান্ডসেরও শুরুটাও হয় দারুণ। ৭৬ রানের ওপেনিং জুটি, এরপর ৪ রানের মধ্যে দ্বিতীয় উইকেট হারায় তারা। তবে নেদারল্যান্ডসকে টেনে নিয়েছেন তেজা নিদামানুরু। ৭৬ বলে ১১১ রানের ইনিংস খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। তাঁকে সঙ্গ দেন স্কট এডওয়ার্ডস। এই উইকেটেকিপার ব্যাটার ৪৭ বলে ৬৭ রান করেন। শেষদিকে ম্যাচ জমিয়ে তুলেন মূলত লগান ফন বিক ও আরিয়ান ডাট। ১৪ বলে বিক ২৮ রান করে আউট হলেও একপ্রান্তে ছিলেন ডাট। শেষ বলে জেতার জন্য ডাচদের দরকার ছিল ১ রান। আলজারি জোসেফের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ডাট আউট হলে ম্যাচ টাই হয়। তবে সুপার ওভারে শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
২ মিনিট আগেদ্রুত সময়ের মধ্যেই যেন বেশ বিকশিত আফগান ক্রিকেট। তাদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সামনে ভালো কিছুরই। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসি ট্রফি জিততে সক্ষম হবে। তবে এ জন্য তাদের ব্যক্
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৩ ঘণ্টা আগেজাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে গতকাল ছিল তাঁর শেষ কর্ম দিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। লম্বা দেশের ক্রিকেট বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব...
৩ ঘণ্টা আগে