গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেবার কিউইদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল অজিরা। এবার সুপার টুয়েলভের শুরুতেই মুখোমুখি প্রতিবেশী দুই দেশ। তাতে যেন ফাইনালে হারের প্রতিশোধই তুলল ব্ল্যাক ক্যাপরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু হলো নিউজিল্যান্ডের।
আজ দিনের প্রথম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের ৮৯ রানে হারিয়েছে কিউইরা। তাতে ২০১১ এর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। এছাড়া বিশ্বকাপে টি-টোয়েন্টির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জিতল তারা।
২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন টিম সাউদি। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে ১৭ বলে ২৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন অ্যারন ফিঞ্চ-মার্শ। তবে ফিঞ্চের বিদায়ের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। যার মধ্যে গ্লেন ফিলিপস অসাধারণ একটি ক্যাচ ধরেছেন। নবম ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন স্টয়নিস। ডিপ কাভার থেকে দৌড়ে এসে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ফিলিপস।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সি’কে বোল্ড করে অস্ট্রেলিয়াকে জয় থেকে অনেকটা ছিটকে দেন ইশ সোধি। ১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে এটি তাদের সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল ১২৭, পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৮ রান করেন ম্যাক্সওয়েল। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়ে। ৫৮ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি এবং গ্লাভস হাতে নিয়েছেন দুটি ক্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ড। জিমি নিশামের শেষ বলের ছক্কায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে কিউইরা। সর্বোচ্চ রানের ইনিংসটি আসে কনওয়ের ব্যাট থেকে। ওপেনার ফিন অ্যালেন ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন জস হ্যাজলউড।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেবার কিউইদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল অজিরা। এবার সুপার টুয়েলভের শুরুতেই মুখোমুখি প্রতিবেশী দুই দেশ। তাতে যেন ফাইনালে হারের প্রতিশোধই তুলল ব্ল্যাক ক্যাপরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু হলো নিউজিল্যান্ডের।
আজ দিনের প্রথম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের ৮৯ রানে হারিয়েছে কিউইরা। তাতে ২০১১ এর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। এছাড়া বিশ্বকাপে টি-টোয়েন্টির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জিতল তারা।
২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন টিম সাউদি। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে ১৭ বলে ২৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন অ্যারন ফিঞ্চ-মার্শ। তবে ফিঞ্চের বিদায়ের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। যার মধ্যে গ্লেন ফিলিপস অসাধারণ একটি ক্যাচ ধরেছেন। নবম ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন স্টয়নিস। ডিপ কাভার থেকে দৌড়ে এসে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ফিলিপস।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সি’কে বোল্ড করে অস্ট্রেলিয়াকে জয় থেকে অনেকটা ছিটকে দেন ইশ সোধি। ১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে এটি তাদের সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল ১২৭, পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৮ রান করেন ম্যাক্সওয়েল। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়ে। ৫৮ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি এবং গ্লাভস হাতে নিয়েছেন দুটি ক্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ড। জিমি নিশামের শেষ বলের ছক্কায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে কিউইরা। সর্বোচ্চ রানের ইনিংসটি আসে কনওয়ের ব্যাট থেকে। ওপেনার ফিন অ্যালেন ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন জস হ্যাজলউড।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।
৯ ঘণ্টা আগেউইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগেম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল এক অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
১০ ঘণ্টা আগেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একই সঙ্গে ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কয়েক দিন আগে-পরে এ বছর টেস্ট সংস্করণকে বিদায়ের ঘোষণা দেন তাঁরা। তবে ওয়ানডে ক্যারিয়ার তাঁরা জিইয়ে রেখেছেন এই আশায়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন!
১১ ঘণ্টা আগে