Ajker Patrika

বিশ্বকাপে যুবাদের যখন যা লাগবে দেবেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯: ৫২
বিশ্বকাপে যুবাদের যখন যা লাগবে দেবেন তামিম

মিরপুরে যুব বিশ্বকাপের শেষ প্রস্তুতিটা আরও মধুর হলো তামিম ইকবালের আগমনে। দেশসেরা ওপেনারকে দেখেই জড়ো হন অনুশীলন ক্যাম্পে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা। এরপর সবার হাতে একটি ব্যাট তুলে দেন তামিম। পাকিস্তানের সিএ কোম্পানির যে ব্যাট দিয়ে তিনি নিজেও খেলেন, সে ব্যাটই যুবাদের এনে দিলেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার।

যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন, বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বীরা। শেষ দিকে তামিম এসে যেন তাঁদের মনে লড়াই আর আনন্দের মাত্রাটা আরও বাড়িয়ে দিলেন। বিসিবির মাধ্যমে যুব দলের ক্রিকেটারদের শুধু ব্যাটই দিলেন না, তামিম বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায়ও তোমাদের যখন যা লাগবে—ব্যাট-প্যাড, শুধু একটা টেক্সট করবা।’ 

কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সময় তামিমের মাধ্যমে ব্যাট কেনার চেষ্টা করেন যুবাদের কয়েকজন। পরে আরও দু-একজন ব্যাট কেনার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তামিম বিসিবির সঙ্গে কথা বলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে থাকা ১৫ খেলোয়াড়ের জন্যই ভালো মানের ব্যাটের ব্যবস্থা করে দিয়েছেন।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে যুবাদের অনুশীলনে সেই ব্যাটগুলো নিয়ে গেলেন তামিম। মাহফুজুর রহমান রাব্বী-আশিকুর রহমান শিবলিদের তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পরও তাঁদের ব্যাট-প্যাড বা সরঞ্জামাদি প্রয়োজন হলে জানানোর জন্য। 

দলীয় সূত্রে জানা গেছে, আগামী পরশু রাত ১২টার পরে একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে দল। ১৯ জানুয়ারি ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাংলাদেশ যুবারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত