Ajker Patrika

প্রথম দিনে বাভুমার আক্ষেপ, রিকেলটনের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
রিকেলটনের প্রথম টেস্ট সেঞ্চুরি উদ্‌যাপন। ছবি: এএফপি
রিকেলটনের প্রথম টেস্ট সেঞ্চুরি উদ্‌যাপন। ছবি: এএফপি

পোর্ট এলিবাজেথে মিশ্র অনুভূতির এক দিন কাটল দক্ষিণ আফ্রিকার। রায়ান রিকেলটনের প্রথম সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৬৯ রান তুলেছে স্বাগতিকেরা।

টস জিতে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু যে ভালো শুরুর আশায় ব্যাটিং বেছে নেওয়া, তাদের সে আশা পূরণ হয়নি। উল্টো আশিতা ফার্নান্দো এবং লাহিরু কুমারার বোলিং তোপের মুখে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন টেম্বা বাভুমা ও রিকেলটন। চতুর্থ উইকেট জুটিতে ২২৪ বল খেলে ১৩৩ রান করেন তারা।

দলীয় ১৭৭ রানে ৭৮ রান করে আগের টেস্টের সেঞ্চুরিয়ান বাভুমা আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেন রিকেলটন। ২৩১ বলে ১১টি চারে রানের তিন অঙ্ক ছোঁয়ার পরই অবশ্য তিনি আউট হয়ে যান; করেন ১০১ রান। এরপর দিনের শেষ মুহূর্তে মার্কো ইয়ানসেনকেও (৪) হারায় প্রোটিয়ারা। আগামীকাল ৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন উইকেটরক্ষক কাইল। শ্রীলঙ্কার হয়ে দিনের সফল বোলার লাহিরু কুমারা; ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত