Ajker Patrika

যুব বিশ্বকাপে কোথায়, কবে বাংলাদেশের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুব বিশ্বকাপে কোথায়, কবে বাংলাদেশের ম্যাচ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন ব্যস্ত আরব আমিরাতে এশিয়া কাপ নিয়ে। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের যুবারা সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। এশিয়া কাপের পরই তাদের বিশ্বকাপ অভিযান। সেই অভিযানের সূচি আজ চূড়ান্ত করেছে আইসিসি। 

২০২৪ যুব বিশ্বকাপ হওয়ার কথা ছিল প্রথমে শ্রীলঙ্কায়। পরে সেটি সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। নতুন ভেন্যু চূড়ান্ত করে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। আগের মতো গ্রুপিং ঠিক থাকলেও স্বাভাবিকভাবেই বদলেছে ভেন্যু ও ম্যাচের তারিখ। বাংলাদেশ বিশ্বকাপ শুরু করবে ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে ২৩ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর ২৬ জানুয়ারি ব্লুমফন্টেইনেই বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় রওনা দেবে ৮ জানুয়ারি। নতুন ফরম্যাট সুপার সিক্স পদ্ধতিতে হতে যাওয়া এবারের যুব বিশ্বকাপে মোট ম্যাচ ৪১ টি। ফাইনাল ১১ ফেব্রুয়ারি বেনোনিতে। 
 
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
তারিখ       প্রতিপক্ষ      ভেন্যু
২০ জানুযারি ভারত  ব্লুমফন্টেইন
২৩ জানুয়ারি আয়ারল্যান্ড ব্লুমফন্টেইন
২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র ব্লুমফন্টেইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত