নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দিন আগে ঢাকায় আসা পাকিস্তান দল আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসে। প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাটে–বলে নিজেদের ঝালিয়ে নেন শাদাব খান–ফখর জামানরা।
তবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চার্যভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। তবে আজ কেন অনুশীলনে আসেননি সেটি জানায়নি পাকিস্তান। তবে দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানিয়েছে রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিশ্বকাপে ম্যাচের আগে অনুশীলনের সময় পাকিস্তান দলকে দেখা গেছে নিজেদের দেশের পতাকা বহন করে মাঠে নিয়ে যেতে। মাঠের এক জায়গায় সেটি উড়িয়ে তারপর অনুশীলন সারতেন বাবর আজম–রিজওয়ানরা। বাংলাদেশেও নিয়ে এসেছেন সেই পতাকা। মিরপুর একাডেমি মাঠের নেটের পাশেই সেটি একটি লাঠিতে পুঁতিয়ে রাখা হয়। পরে নেটে ব্যাটিং অনুশীলন সারেন ফখর জামান, শাদাব, ইফতেখার আহমেদরা। বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ইমাদ ওয়াসিম, হাসান আলী, উসমান কাদিররা।
প্রথমে মিরপুরে এসে গোল হয়ে দাঁড়িয়ে দুই কোচের সঙ্গে আলাপ সেরে নেন পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর ক্রিকেটাররা যোগ দেন গা গরমের অনুশীলনে। বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন ব্যাটিং–বোলিং অনুশীলন। একসঙ্গে চলে ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলনও।
দলের সঙ্গে বাংলাদেশে না আসা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ। এর আগে প্রতিদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সারবেন বাবর–শাহিন শাহ আফ্রিদিরা।
সাড়ে ১২টার দিকে মাঠে এসে পৌঁছায় বাংলাদেশ দলও। এরপর ভাগ হয়ে বোলিং–ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন শুরু করেন মাহমুদউল্লাহরা। তবে আজও দলের সঙ্গে অনুশীলনে দেখা যাচ্ছে না মুশফিকুর রহিমকে। গুঞ্জন আছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন মুশফিক। টানা দুদিন দলের অনুশীলনে যোগ না দেওয়ায় সেটি আবারও সামনে এসেছে। নুরুল হাসান সোহানের সঙ্গে পারভেজ হোসেন ইমনকেও কিপিং অনুশীলন করতে দেখা গেছে আজ। আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে অনুশীলনে আনা হয়েছে আরেক লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখনকেও।
বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ সোমবার থেকে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দিন আগে ঢাকায় আসা পাকিস্তান দল আজ সকাল ১০টার দিকে মিরপুরে আসে। প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাটে–বলে নিজেদের ঝালিয়ে নেন শাদাব খান–ফখর জামানরা।
তবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে ফ্লুতে আক্রান্ত রিজওয়ান দুই রাত আইসিইউতে ছিলেন। পরে আশ্চার্যভাবে সেখানে উন্নতি ঘটিয়ে নেমে পড়েন সেমিফাইনালে। দুর্দান্ত এক ইনিংসও খেলেন। তবে আজ কেন অনুশীলনে আসেননি সেটি জানায়নি পাকিস্তান। তবে দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানিয়েছে রিজওয়ানকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিশ্বকাপে ম্যাচের আগে অনুশীলনের সময় পাকিস্তান দলকে দেখা গেছে নিজেদের দেশের পতাকা বহন করে মাঠে নিয়ে যেতে। মাঠের এক জায়গায় সেটি উড়িয়ে তারপর অনুশীলন সারতেন বাবর আজম–রিজওয়ানরা। বাংলাদেশেও নিয়ে এসেছেন সেই পতাকা। মিরপুর একাডেমি মাঠের নেটের পাশেই সেটি একটি লাঠিতে পুঁতিয়ে রাখা হয়। পরে নেটে ব্যাটিং অনুশীলন সারেন ফখর জামান, শাদাব, ইফতেখার আহমেদরা। বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ইমাদ ওয়াসিম, হাসান আলী, উসমান কাদিররা।
প্রথমে মিরপুরে এসে গোল হয়ে দাঁড়িয়ে দুই কোচের সঙ্গে আলাপ সেরে নেন পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর ক্রিকেটাররা যোগ দেন গা গরমের অনুশীলনে। বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ করার পর শুরু করেন ব্যাটিং–বোলিং অনুশীলন। একসঙ্গে চলে ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলনও।
দলের সঙ্গে বাংলাদেশে না আসা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ। এর আগে প্রতিদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সারবেন বাবর–শাহিন শাহ আফ্রিদিরা।
সাড়ে ১২টার দিকে মাঠে এসে পৌঁছায় বাংলাদেশ দলও। এরপর ভাগ হয়ে বোলিং–ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন শুরু করেন মাহমুদউল্লাহরা। তবে আজও দলের সঙ্গে অনুশীলনে দেখা যাচ্ছে না মুশফিকুর রহিমকে। গুঞ্জন আছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন মুশফিক। টানা দুদিন দলের অনুশীলনে যোগ না দেওয়ায় সেটি আবারও সামনে এসেছে। নুরুল হাসান সোহানের সঙ্গে পারভেজ হোসেন ইমনকেও কিপিং অনুশীলন করতে দেখা গেছে আজ। আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে অনুশীলনে আনা হয়েছে আরেক লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখনকেও।
বাংলাদেশের জার্সিতে সাত বছর আগে সবশেষ খেলেছেন নাসির হোসেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও মাঝে ১৫ মাস নিষিদ্ধ ছিলেন তিনি। কিন্তু নাসিরের পারফরম্যান্সে তাতে মোটেও ভাটা পড়েনি। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের কাছ থেকে তরুণ আকবর আলী শিখেছেন অনেক কিছু শিখেছেন।
১ ঘণ্টা আগেমারনাস লাবুশেনকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল। ফিরতেও বেশি সময় লাগল না তারকা ব্যাটারের। ক্যামেরুন গ্রিনের ইনজুরিতে দলে ডাক পেলেন লাবুশেন।
১ ঘণ্টা আগেটেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, টি-টোয়েন্টি থেকে টি-টেন—১৪৮ বছরের ইতিহাসে ক্রিকেটের সংস্করণের বদলটা হয়েছে এভাবেই। যদিও টি-টেন এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এবার টেস্ট টোয়েন্টি নামে নতুন এক সংস্করণ চলবে।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে দারুণ খেললেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ন্যক্কারজনক পারফরম্যান্স করেছে। আফগানদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং লাইনআপ ধসে পড়েছে তাসের ঘরের মতো। সেই সিরিজের পর পরশু রাতে দেশে ফিরে ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে