Ajker Patrika

আবারও সেই ব্যাটিং ধস বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৭
সিলসের বলে ক্যাচ দিয়ে ফিরছেন লিটন। ছবি: সংগৃহীত
সিলসের বলে ক্যাচ দিয়ে ফিরছেন লিটন। ছবি: সংগৃহীত

প্রথম দিনের অর্ধেক চলে গিয়েছিল বৃষ্টির পেটে। টস হয়েছিল অনেক দেরিতে। খেলা হয়েছে এক সেশনের মতন। তবে এমন নিরুত্তাপ দিনেও স্বস্তি ছিল না বাংলাদেশের মনে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই যে ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা!

প্রথম দিন বাংলাদেশ ব্যাট করেছে ৩০ ওভার। দিন পার করে ২ উইকেটে ৬৯ রান নিয়ে। তার মধ্যে ৫০ রানই ছিল সাদমান ইসলামের। আজ শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দ্বিতীয় দিনে আবারও ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি ওপেনার। এবারও একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে হলো তাঁকে।

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯.১ ওভারে ৬ উইকেটে করেছে ১০৮ রান। ব্যাটিংয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১১) ও তাইজুল ইসলাম (১)।

ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি এবার স্যাবাইনা পার্কেও। আজ দিনের নবম ওভারে প্রথম উইকেট হারায় সফরকারী দল। দিনে নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে দিপুকে বোল্ড করেন শামার জোসেফ। আগেরদিনের ১২ রানের সঙ্গে দিপু যোগ করতে পারেন আর ১০ রান।

প্রথম দিনের দুই উইকেট—মাহমুদুল হাসান জয় (৩) ও মুমিনুল হককে (০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন পেসার কিমার রোচ। এদিন পেসাররা সুইং পেলেও গতকাল তেমন সুইং ছিল না ক্যারিবীয় পেসারদের বোলিংয়ে। তারপরও বাংলাদেশি ব্যাটাররা রান করতেই হিমশিম খেয়েছেন। উইকেটে ব্যাট ঠেকিয়ে রাখতে চেয়েও পারেননি।

আজ ৩ উইকেট নিয়েছেন শামার। তার মধ্যে বাংলাদেশকে আরও চাপে ফেলে আরেক পেসার জেইডেন সিলসের ওভারে ফিরে যান উইকেটরক্ষক লিটন দাস (১)। ৮৩ থেকে ৯৮—এই ১৫ রানের মধ্যে সফরকারীরা হারায় ৪ উইকেট। লিটনের বিদায়ের ধাক্কা সামলে ওঠার আগে শামারকে উইকেট উপহার দেন জাকের আলী অনিক (১)। সতীর্থদের আসা যাওয়া দেখে যেন তর সয়নি দেয়াল হয়ে থাকা সাদমানেরও। শামারের বল তাঁর ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার গ্লাভসে। ফেরার আগে সাদমান ১৩৭ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৬৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত