ক্রীড়া ডেস্ক
প্রথম দিনের অর্ধেক চলে গিয়েছিল বৃষ্টির পেটে। টস হয়েছিল অনেক দেরিতে। খেলা হয়েছে এক সেশনের মতন। তবে এমন নিরুত্তাপ দিনেও স্বস্তি ছিল না বাংলাদেশের মনে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই যে ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা!
প্রথম দিন বাংলাদেশ ব্যাট করেছে ৩০ ওভার। দিন পার করে ২ উইকেটে ৬৯ রান নিয়ে। তার মধ্যে ৫০ রানই ছিল সাদমান ইসলামের। আজ শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দ্বিতীয় দিনে আবারও ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি ওপেনার। এবারও একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে হলো তাঁকে।
রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯.১ ওভারে ৬ উইকেটে করেছে ১০৮ রান। ব্যাটিংয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১১) ও তাইজুল ইসলাম (১)।
ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি এবার স্যাবাইনা পার্কেও। আজ দিনের নবম ওভারে প্রথম উইকেট হারায় সফরকারী দল। দিনে নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে দিপুকে বোল্ড করেন শামার জোসেফ। আগেরদিনের ১২ রানের সঙ্গে দিপু যোগ করতে পারেন আর ১০ রান।
প্রথম দিনের দুই উইকেট—মাহমুদুল হাসান জয় (৩) ও মুমিনুল হককে (০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন পেসার কিমার রোচ। এদিন পেসাররা সুইং পেলেও গতকাল তেমন সুইং ছিল না ক্যারিবীয় পেসারদের বোলিংয়ে। তারপরও বাংলাদেশি ব্যাটাররা রান করতেই হিমশিম খেয়েছেন। উইকেটে ব্যাট ঠেকিয়ে রাখতে চেয়েও পারেননি।
আজ ৩ উইকেট নিয়েছেন শামার। তার মধ্যে বাংলাদেশকে আরও চাপে ফেলে আরেক পেসার জেইডেন সিলসের ওভারে ফিরে যান উইকেটরক্ষক লিটন দাস (১)। ৮৩ থেকে ৯৮—এই ১৫ রানের মধ্যে সফরকারীরা হারায় ৪ উইকেট। লিটনের বিদায়ের ধাক্কা সামলে ওঠার আগে শামারকে উইকেট উপহার দেন জাকের আলী অনিক (১)। সতীর্থদের আসা যাওয়া দেখে যেন তর সয়নি দেয়াল হয়ে থাকা সাদমানেরও। শামারের বল তাঁর ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার গ্লাভসে। ফেরার আগে সাদমান ১৩৭ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৬৪ রান।
প্রথম দিনের অর্ধেক চলে গিয়েছিল বৃষ্টির পেটে। টস হয়েছিল অনেক দেরিতে। খেলা হয়েছে এক সেশনের মতন। তবে এমন নিরুত্তাপ দিনেও স্বস্তি ছিল না বাংলাদেশের মনে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই যে ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা!
প্রথম দিন বাংলাদেশ ব্যাট করেছে ৩০ ওভার। দিন পার করে ২ উইকেটে ৬৯ রান নিয়ে। তার মধ্যে ৫০ রানই ছিল সাদমান ইসলামের। আজ শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দ্বিতীয় দিনে আবারও ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি ওপেনার। এবারও একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখতে হলো তাঁকে।
রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯.১ ওভারে ৬ উইকেটে করেছে ১০৮ রান। ব্যাটিংয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১১) ও তাইজুল ইসলাম (১)।
ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি এবার স্যাবাইনা পার্কেও। আজ দিনের নবম ওভারে প্রথম উইকেট হারায় সফরকারী দল। দিনে নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে দিপুকে বোল্ড করেন শামার জোসেফ। আগেরদিনের ১২ রানের সঙ্গে দিপু যোগ করতে পারেন আর ১০ রান।
প্রথম দিনের দুই উইকেট—মাহমুদুল হাসান জয় (৩) ও মুমিনুল হককে (০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন পেসার কিমার রোচ। এদিন পেসাররা সুইং পেলেও গতকাল তেমন সুইং ছিল না ক্যারিবীয় পেসারদের বোলিংয়ে। তারপরও বাংলাদেশি ব্যাটাররা রান করতেই হিমশিম খেয়েছেন। উইকেটে ব্যাট ঠেকিয়ে রাখতে চেয়েও পারেননি।
আজ ৩ উইকেট নিয়েছেন শামার। তার মধ্যে বাংলাদেশকে আরও চাপে ফেলে আরেক পেসার জেইডেন সিলসের ওভারে ফিরে যান উইকেটরক্ষক লিটন দাস (১)। ৮৩ থেকে ৯৮—এই ১৫ রানের মধ্যে সফরকারীরা হারায় ৪ উইকেট। লিটনের বিদায়ের ধাক্কা সামলে ওঠার আগে শামারকে উইকেট উপহার দেন জাকের আলী অনিক (১)। সতীর্থদের আসা যাওয়া দেখে যেন তর সয়নি দেয়াল হয়ে থাকা সাদমানেরও। শামারের বল তাঁর ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক জশুয়া ডা সিলভার গ্লাভসে। ফেরার আগে সাদমান ১৩৭ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৬৪ রান।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩২ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে