নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এই টেস্ট সিরিজের আগেও তিনি বাংলাদেশে এসে ম্যাচ পরিচালনা করেছেন বেশ কয়েকবার। তবে এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে থাকছে। এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তির।
৬৫ বছরে পা রাখা বুন প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত ৮৬ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। তাঁর শেষের সঙ্গে শুরুতেও জড়িয়ে আছে জিম্বাবুয়ে। ২০১১ সালে প্রথমবার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। বুলাওয়েতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল। দীর্ঘ এই সময় ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে যুক্ত থাকার পর এবার নিজ থেকেই অবসর নিতে চাইছেন তিনি। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না।
সূত্র জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপদেষ্টা বা পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন বুন। দেশ-বিদেশে ঘুরে ঘুরে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে এবার নিজ দেশেই ক্রিকেট জীবনের বাকি সময় কাটাতে চান অস্ট্রেলীয় কিংবদন্তি।
আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারির বিদায়ে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে ডেভিড বুনকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হবে। একইসঙ্গে ম্যাচ রেফারিদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এই টেস্ট সিরিজের আগেও তিনি বাংলাদেশে এসে ম্যাচ পরিচালনা করেছেন বেশ কয়েকবার। তবে এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে থাকছে। এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তির।
৬৫ বছরে পা রাখা বুন প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত ৮৬ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। তাঁর শেষের সঙ্গে শুরুতেও জড়িয়ে আছে জিম্বাবুয়ে। ২০১১ সালে প্রথমবার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। বুলাওয়েতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল। দীর্ঘ এই সময় ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে যুক্ত থাকার পর এবার নিজ থেকেই অবসর নিতে চাইছেন তিনি। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না।
সূত্র জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপদেষ্টা বা পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন বুন। দেশ-বিদেশে ঘুরে ঘুরে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে এবার নিজ দেশেই ক্রিকেট জীবনের বাকি সময় কাটাতে চান অস্ট্রেলীয় কিংবদন্তি।
আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারির বিদায়ে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে ডেভিড বুনকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হবে। একইসঙ্গে ম্যাচ রেফারিদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে