Ajker Patrika

লায়নকে খোঁচা মারার জবাব পেলেন পিটারসেন

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৬: ৫৩
লায়নকে খোঁচা মারার জবাব পেলেন পিটারসেন

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন নাথান লায়ন। টেস্ট ক্যারিয়ারের টানা ১০০ ম্যাচ ছিল লায়নের। রেকর্ড গড়ার এই ম্যাচেই চোটে পড়েন অস্ট্রেলিয়ার এই স্পিনার। লায়নের সমালোচনা করতে গিয়ে তোপের মুখে পড়েন কেভিন পিটারসেন। 

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গতকাল চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে। 

লায়ন মাঠে নামলে লর্ডসের গ্যালারি থেকে দর্শকেরা অবিরাম করতালি দিতে থাকেন। এখানেই যেন ব্যতিক্রম পিটারসেন। অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া বোলারের প্রশংসা না করে উল্টো খোঁচা মেরেছেন তিনি (পিটারসেন)। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যদি ধরে নেই লায়নের মাথায় বল লাগল এবং তাকে কনকাশন করা হলো। তার পরিবর্তে বিশ্বমানের স্পিনার মার্ফিকে খেলানো যায়। সে ভারতে দারুণ খেলেছিল।’ পিটারসেনের এমন কথা ভালো লাগেনি লায়নের। তিনি (লায়ন) যেন ২০১৪ সালে বাউন্সারে ফিল হিউজের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছেন। সিডনি মর্নিং হেরাল্ডকে লায়ন বলেন, ‘মাথায় বল লাগাতেই নাকি আমার মাঠে যাওয়া, এমন আলোচনা শোনা যাচ্ছে। সত্যিই আমি এর বিরুদ্ধে। মাথায় বল লেগে আমার এক সতীর্থকে হারিয়েছি। এমন আলোচনা আমার কাছে খুব বাজে মনে হচ্ছে।’ 

এ ছাড়া সামাজিকমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন পিটারসেন। টুইটারে একজন লিখেছেন, ‘কেপি (পিটারসেন) বোঝাতে চাইছেন, নাথান লায়নকে অস্ট্রেলিয়া নামিয়েছে একজন কনকাশন সাব পাওয়ার জন্য। জঘন্য ষড়যন্ত্র তত্ত্ব এটা।’ টুইটের সঙ্গে ‘দ্য অ্যাশেজ’ ট্যাগ দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত