Ajker Patrika

থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়ে ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ০৮
Thumbnail image

এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে ভারত। আজ সিলেট  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৪ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্টটির  ফাইনালে উঠেছে ভারত। তাতে একমাত্র দল হিসেবে আট মৌসুমের আটটিতেই ফাইনাল খেলে ভারত।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। দলীয় ২১ রানেই তারা ৪ উইকেট হারায় । তবে পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি করে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন দুই ব্যাটার নাতায়া বুচাথাম-নারুইমল চাইওয়াই। দুজনেই দলের হয়ে যৌথ সর্বোচ্চ ২১ রান করেন। শেষ পর্যন্ত দলটি ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করে থাইল্যান্ড। ৪ ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার দীপ্তি শর্মা।

থাইল্যান্ডের বিপক্ষে ৭৪ রানের জয়ের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন শেফালি ভার্মা। ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে ৪২ রানের পাশাপাশি বোলিংয়ে ৯ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। ২৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ভারতীয় ওপেনার শেফালি ভার্মা। সঙ্গে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেন ৩০ বলে ৩৬ রানের ইনিংস। থাইল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সোরনারিন টিপোচ।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে ১৫ অক্টোবর। শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত