ক্রীড়া ডেস্ক
ইনিংসের শুরুতেই দৃশ্যপটে হাজির তিন ক্যারিবিয়ান। একজন বল নিলেন হাতে, আরেকজন ব্যাটিংয়ে, অন্যজনের ক্যাচ। কাইল মায়ার্সের করা ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বলেই থার্ডম্যান দিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস ওপেনার সুনীল নারাইন। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি ওবেদ ম্যাককয়। ফরচুন বরিশালের ওয়েস্ট ইন্ডিজ তারকা সেই প্রায়শ্চিত্ত করলেন পঞ্চম বলে। গালিতে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে ফেরান নারাইনকে (৫)।
শুরুর সেই ধাক্কাটা কাটাতে চেষ্টা করেছিলেন লিটন দাস (১৬) ও তাওহীদ হৃদয় (১৫)। পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে তিন চারে কুমিল্লাকে ১৪ রান এনে দেন দুই বাংলাদেশি ব্যাটার। দুর্দান্ত শুরুর আভাস দিয়ে দুজনেই ফেরেন জেমস ফুলারের বলে। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে টেনে তুলতে পারেননি মিডল অর্ডার ব্যাটার চার্লস জনসনও (১২)। স্বদেশি ম্যাককয়ের বলে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে ক্যাচ দেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
তার মধ্যে ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে আসে মঈন আলীর (৩) রানআউট। সরাসরি থ্রোয়ে ইংলিশ অলরাউন্ডারকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ঠিকই রান জমা হতে থাকে স্কোরবোর্ডে। ১৩ ওভার শেষে কুমিল্লার রান দাঁড়ায় ৫ উইকেটে ৮২ রান। এরপর ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের (২০*) সঙ্গে মাহিদুল ইসলাম অংকন ২৯ বলে ৩৬ রানের জুটি গড়ার পথে দলকে পৌঁছে দেন শতরানের ঘরে। অবশ্য টি-টোয়েন্টি ভুলে দুজনে ব্যাট করেন ওয়ানডে মেজাজে।
সাইফউদ্দিনকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন মাহিদুল। ৩৫ বলে ২ চার ও ২ ছয়ে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। মাহিদুলের বিদায়ের পরই শুরু হয় আন্দ্রে রাসেলের ঝড়। ইনিংসের ১৯ তম ওভারে ফুলারকে মারেন তিন ছয়। সেই ওভারে আসে ২১ রান। তবে সাইফউদ্দিনের করা শেষ ওভারে কোনো বাউন্ডারি মারতে মারতে পারেননি। রাসেলকে স্ট্রাইকে দেখেই হয়তো ভড়কে গিয়েছিলেন বরিশাল পেসার। ৩ ওয়াইড ও ১ নো বলে প্রথম বল হতেই দিয়ে দেন ৪ রান। তবে দুর্দান্তভাবে ফিরে এসে সাইফউদ্দিন দুর্দান্ত সব ডেলিভারিতে কুমিল্লাকে বেঁধে রাখেন ৬ উইকেটে ১৫৪ রানে। রাসেল ১৪ বলে ৪ ছয়ে করেন ২৭ রান। স্ট্রাইকরেট ১৯২.৮৫। তার মধ্যে এবারের বিপিএলের সবচেয়ে লম্বা ৯৮ মিটারের ছয়টি মেরেছেন কুমিল্লার ক্যারিবিয়ান অলরাউন্ডার।
এবার জিতলে টানা তিনটি বিপিএল শিরোপা ঘরে তুলবে কুমিল্লা। সেটি আটকিয়ে প্রথম শিরোপা জিততে বরিশালের দরকার ১৫৫ রান।
ইনিংসের শুরুতেই দৃশ্যপটে হাজির তিন ক্যারিবিয়ান। একজন বল নিলেন হাতে, আরেকজন ব্যাটিংয়ে, অন্যজনের ক্যাচ। কাইল মায়ার্সের করা ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বলেই থার্ডম্যান দিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস ওপেনার সুনীল নারাইন। কিন্তু সেটি তালুবন্দী করতে পারেননি ওবেদ ম্যাককয়। ফরচুন বরিশালের ওয়েস্ট ইন্ডিজ তারকা সেই প্রায়শ্চিত্ত করলেন পঞ্চম বলে। গালিতে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে ফেরান নারাইনকে (৫)।
শুরুর সেই ধাক্কাটা কাটাতে চেষ্টা করেছিলেন লিটন দাস (১৬) ও তাওহীদ হৃদয় (১৫)। পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে তিন চারে কুমিল্লাকে ১৪ রান এনে দেন দুই বাংলাদেশি ব্যাটার। দুর্দান্ত শুরুর আভাস দিয়ে দুজনেই ফেরেন জেমস ফুলারের বলে। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে টেনে তুলতে পারেননি মিডল অর্ডার ব্যাটার চার্লস জনসনও (১২)। স্বদেশি ম্যাককয়ের বলে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে ক্যাচ দেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
তার মধ্যে ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে আসে মঈন আলীর (৩) রানআউট। সরাসরি থ্রোয়ে ইংলিশ অলরাউন্ডারকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ঠিকই রান জমা হতে থাকে স্কোরবোর্ডে। ১৩ ওভার শেষে কুমিল্লার রান দাঁড়ায় ৫ উইকেটে ৮২ রান। এরপর ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিকের (২০*) সঙ্গে মাহিদুল ইসলাম অংকন ২৯ বলে ৩৬ রানের জুটি গড়ার পথে দলকে পৌঁছে দেন শতরানের ঘরে। অবশ্য টি-টোয়েন্টি ভুলে দুজনে ব্যাট করেন ওয়ানডে মেজাজে।
সাইফউদ্দিনকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন মাহিদুল। ৩৫ বলে ২ চার ও ২ ছয়ে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। মাহিদুলের বিদায়ের পরই শুরু হয় আন্দ্রে রাসেলের ঝড়। ইনিংসের ১৯ তম ওভারে ফুলারকে মারেন তিন ছয়। সেই ওভারে আসে ২১ রান। তবে সাইফউদ্দিনের করা শেষ ওভারে কোনো বাউন্ডারি মারতে মারতে পারেননি। রাসেলকে স্ট্রাইকে দেখেই হয়তো ভড়কে গিয়েছিলেন বরিশাল পেসার। ৩ ওয়াইড ও ১ নো বলে প্রথম বল হতেই দিয়ে দেন ৪ রান। তবে দুর্দান্তভাবে ফিরে এসে সাইফউদ্দিন দুর্দান্ত সব ডেলিভারিতে কুমিল্লাকে বেঁধে রাখেন ৬ উইকেটে ১৫৪ রানে। রাসেল ১৪ বলে ৪ ছয়ে করেন ২৭ রান। স্ট্রাইকরেট ১৯২.৮৫। তার মধ্যে এবারের বিপিএলের সবচেয়ে লম্বা ৯৮ মিটারের ছয়টি মেরেছেন কুমিল্লার ক্যারিবিয়ান অলরাউন্ডার।
এবার জিতলে টানা তিনটি বিপিএল শিরোপা ঘরে তুলবে কুমিল্লা। সেটি আটকিয়ে প্রথম শিরোপা জিততে বরিশালের দরকার ১৫৫ রান।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২০ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে