গ্লোবাল সুপার লিগ নিয়ে আলাপ-আলোচনা চলছিল কদিন ধরেই। অবশেষে টুর্নামেন্টের দিনক্ষণ ও কোন কোন দল অংশ নেবে, সেটা জানা গেল গত রাতে। সেই টুর্নামেন্টে সুযোগ পেল বাংলাদেশের রংপুর রাইডার্স।
পাঁচ দল অংশ নেবে গ্লোবাল সুপার লিগে। রংপুরের পাশাপাশি টুর্নামেন্টের অন্য চার দল হচ্ছে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়া।
তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে সমস্যা বেঁধেছে সূচিতে। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্লোবাল সুপার লিগ। একই সঙ্গে চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ। ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হবে দুই দলের টেস্ট সিরিজের ব্যস্ততা। এতে করে নাহিদ রানার গ্লোবাল সুপার লিগে না-ও খেলা হতে পারে। কারণ ড্রাফট থেকে ২০২৫ বিপিএলে তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স। তাছাড়া নাহিদ রানা এ বছর টেস্ট অভিষেকের পর আলো ছড়াচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৪-২৫ মৌসুম। এই মৌসুমে খুলনার হয়ে খেলা সৌম্য সরকার দারুণ কিছু যদি করতে পারেন, তাহলে তিনিও হয়তো উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেতে পারেন। সৌম্যকে ২০২৫ বিপিএলে ড্রাফট থেকে নিয়েছে রংপুর রাইডার্স। আবার তাঁর গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগও হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অবশ্য গ্লোবাল সুপার লিগে খেলতে একটু সমস্যায় পড়বেন। উইন্ডিজের টেস্ট দলে নিয়মিত মুখ শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার আছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলেও।অন্যদিকে লাহোর কালান্দার্সের নিয়মিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ সে সময় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ হওয়ার কথা রয়েছে।
গায়ানা-লাহোর ম্যাচ দিয়ে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের বিপক্ষে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে সব ম্যাচ। টুর্নামেন্টের প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা।
গ্লোবাল সুপার লিগ নিয়ে আলাপ-আলোচনা চলছিল কদিন ধরেই। অবশেষে টুর্নামেন্টের দিনক্ষণ ও কোন কোন দল অংশ নেবে, সেটা জানা গেল গত রাতে। সেই টুর্নামেন্টে সুযোগ পেল বাংলাদেশের রংপুর রাইডার্স।
পাঁচ দল অংশ নেবে গ্লোবাল সুপার লিগে। রংপুরের পাশাপাশি টুর্নামেন্টের অন্য চার দল হচ্ছে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়া।
তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে সমস্যা বেঁধেছে সূচিতে। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্লোবাল সুপার লিগ। একই সঙ্গে চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ। ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হবে দুই দলের টেস্ট সিরিজের ব্যস্ততা। এতে করে নাহিদ রানার গ্লোবাল সুপার লিগে না-ও খেলা হতে পারে। কারণ ড্রাফট থেকে ২০২৫ বিপিএলে তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স। তাছাড়া নাহিদ রানা এ বছর টেস্ট অভিষেকের পর আলো ছড়াচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৪-২৫ মৌসুম। এই মৌসুমে খুলনার হয়ে খেলা সৌম্য সরকার দারুণ কিছু যদি করতে পারেন, তাহলে তিনিও হয়তো উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেতে পারেন। সৌম্যকে ২০২৫ বিপিএলে ড্রাফট থেকে নিয়েছে রংপুর রাইডার্স। আবার তাঁর গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগও হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অবশ্য গ্লোবাল সুপার লিগে খেলতে একটু সমস্যায় পড়বেন। উইন্ডিজের টেস্ট দলে নিয়মিত মুখ শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার আছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলেও।অন্যদিকে লাহোর কালান্দার্সের নিয়মিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ সে সময় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ হওয়ার কথা রয়েছে।
গায়ানা-লাহোর ম্যাচ দিয়ে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের বিপক্ষে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে সব ম্যাচ। টুর্নামেন্টের প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৬ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৮ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৯ ঘণ্টা আগে