Ajker Patrika

‘পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ভালো না’ 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৪৬
‘পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ভালো না’ 

এশিয়া কাপ থেকে পাকিস্তান ছিটকে গিয়েছে গত বৃহস্পতিবার। তিন দিন পেরিয়ে আজ চলছে ফাইনাল। তবু বাবর আজমের দলকে নিয়ে আলোচনা যেন থামছেই না। পাকিস্তান দলের ড্রেসিংরুমে অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে। 

কলম্বোর প্রেমাদাসায় গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ছিল অলিখিত সেমিফাইনাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একপর্যায়ে শ্রীলঙ্কার দরকার ছিল ২ বলে ৬ রান, হাতে ছিল ২ উইকেট। তখন বোলিং করছিলেন জামান খান ও ব্যাটিংয়ে চারিথ আসালাঙ্কা। এরপরই নাকি ড্রেসিংরুমে বাবর ও শাহিন শাহ আফ্রিদির মধ্যে কথা-কাটাকাটির গুঞ্জন শোনা যায়। জামানকে কাঁদিয়ে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন আসালাঙ্কা। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ড্রেসিংরুমে বাবর সেদিন বলেন, ‘এভাবে চলতে দিলে তো হবে না। বিশ্বকাপ আমাদের শেষ সুযোগ।’ কথার একপর্যায়ে শাহিন বলেন, ‘যারা ব্যাটিং, বোলিং ভালো করেছে, তাদের প্রশংসা করুন।’ শাহিন কথার জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘কে পারফর্ম করছে, কে করছে না—সেটা তো আমি জানি।’ 

মঈন খান অবশ্য ভিন্ন সুরে কথা বলছেন। তাঁর মতে, পাকিস্তান দলকে মনে হচ্ছে একে অপরের থেকে বিচ্ছিন্ন। জিও টিভিতে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘পুরো টুর্নামেন্টে এটা আমরা দেখেছি। এ ব্যাপারে আমি আগেই বলেছি। কোনো খেলোয়াড়ই বাবরের কাছে যায়নি। রিজওয়ান কিংবা সহ-অধিনায়ক শাদাব, কেউই যায়নি বাবরের কাছে। মনে হয়েছে প্রত্যেকেই বিচ্ছিন্ন। তাদের মধ্যে কোনো একতা নেই।’

মঈনের নেতৃত্বে ২০০০ সালে এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান। একজন অধিনায়কের দায়িত্ব কেমন হওয়া উচিত, সে সম্পর্কে বলেছেন তিনি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমি যদি অধিনায়ক হই আর আপনার পারফরম্যান্স যদি ভালো না হয়, তাহলে আমি আপনাকে বেশ শান্তভাবেই বলব যে আপনার থেকে আমার অনেক আশা রয়েছে। তবে আপনাকে আরও ভালো পারফর্ম করতে হবে। সতীর্থদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা বাবরের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত