Ajker Patrika

শিবলির সেঞ্চুরিতে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩৮
শিবলির সেঞ্চুরিতে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

রান তাড়ায় শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতোই। প্রথম ওভারেই দলীয় ১ রানে জিশান আলমকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ওই শেষ। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি সেঞ্চুরি করলে ২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে।

৫৫ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। আর এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের সেরা হয়ে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। জিশানের বিদায়ের পর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শক্ত হাতে ব্যাটিংয়ের হাল ধরেন শিবলি। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।

ব্যক্তিগত ৩২ রানে রিজওয়ান বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে দলে কক্ষপথে টেনে নিতে থাকেন শিবলি। তৃতীয় উইকেটে তাঁর সঙ্গে জুটি গড়েন আরিফুল ইসলাম। ১৮ রান করে আরিফুলও বিদায় নেন। তবে দলকে জিতিয়েই যেন মাঠ ছাড়ার পণ করেছিলেন ওপেনার শিবলি। বাংলাদেশ যখন জয়ের বন্দরে নোঙর করে, তখনো তিনি অপরাজিত; তাঁর নামের পাশে জমা হয়েছে ১১৬ রান।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দেখেশুনে ৩৭ রান করে শ্রীলঙ্কার দুই ওপেনার পুলিনদু পেরারা ও রবিশান ডি সিলভা। ব্যক্তিগত ২৮ রানে পেরেরাকে আউট করেন পেসার মারুফ মৃধা। সতীর্থকে হারানোর পর দলের অধিনায়ক সিনেট জয়াবর্ধনেকে নিয়েও দ্বিতীয় উইকেটে সমান ৩৭ রানের জুটি গড়েন ডি সিলভা। এই জুটিতেই একটা সময় লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৭৪/১।

কিন্তু পরের ৪৪ রান যোগ করতেই আর ৪ উইকেট খুইয়ে ফেলে শ্রীলঙ্কা। তখন মনে হয়েছিল, হয়তো ২০০ রানের লক্ষ্যও দিতে পারবে না লঙ্কান যুবারা। কিন্তু বিশ্ব লাহিরু (২৫) ও রুবিশান পেরারা (১৯) কল্যাণে। ৩২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সফলতম বোলার লেগ স্পিনার সিদ্দিকী। ২টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও মারুফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত