Ajker Patrika

‘আপনারা ছিলেন এসিতে, গরমে পুড়ছিলাম আমি’ 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ১৩
‘আপনারা ছিলেন এসিতে, গরমে পুড়ছিলাম আমি’ 

মোহালির ব্যাটিং স্বর্গে অস্ট্রেলিয়ার ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মোহাম্মদ শামি। শামির দুর্দান্ত বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীরা গতকাল আটকে গেছে ৩০০-এর আগে। একই সঙ্গে আবহাওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন ভারতীয় এই পেসার। 

টস জিতে গতকাল প্রথমে ফিল্ডিং নিয়েছে ভারত। ইনিংসের প্রথম ওভারেই মিচেল মার্শকে ফিরিয়েছেন শামি। ভারতীয় পেসারের দ্বিতীয় শিকার উইকেটে সেট হতে যাওয়া স্টিভ স্মিথ। শামি সেরাটা দিয়েছেন শেষের দিকে বোলিংয়ে এসে। ৪৭ থেকে ৪৯তম ওভার—এই দুই ওভার ব্যবধানে নিয়েছেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের অর্ধেক উইকেটই নিয়েছেন শামি। ওয়ানডেতে চার বছর পর এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।

শুধু তাই নয়, বোলিংয়ের সময় মোহালির আবহাওয়ার সঙ্গেও যে লড়তে হয়েছে শামিকে। মোহালিতে গতকাল গড় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ আর সর্বোচ্চ ছিল ৩৫ ডিগ্রি। এই সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যেখানে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হয়েছে দুপুর ২টায় আর শামি তখন ছিলেন বোলিংয়ে। ইনিংস বিরতিতে ম্যাচের সম্প্রচারকদের ভারতীয় পেসার বলেন, ‘আপনারা এসিতে ছিলেন, আমি বাইরে গরমে পুড়ছিলাম। পেস বোলারদের জন্য উইকেটে তেমন কিছু ছিল না। স্লোয়ার ছিল ভালো অপশন। যদি ঠিক জায়গায় বল করা যায়, তাহলে ফল আপনার পক্ষে আসবে। কঠোর পরিশ্রম করে যখন উইকেট পাওয়া যায়, তার চেয়ে ভালো অনুভূতি আর হতে পারে না। দলের জন্য যেমন তা ভালো, একই সঙ্গে তা আপনার আত্মবিশ্বাস বাড়াবে।’ 

অস্ট্রেলিয়ার দেওয়া ২৭৭ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই তাড়া করেছে ভারত। ৫ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকেরা। তাতে ১৯৯৬-এর পর মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জিতেছে ভারত। ৫১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত