Ajker Patrika

কাশ্মীরের ‘বুলেট’ এবার ভারতীয় দলের নেটে

কাশ্মীরের ‘বুলেট’ এবার ভারতীয় দলের নেটে

সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার থেকে ভারতের বিশ্বকাপ দলের নেটে। গল্পটা কাশ্মীরের ‘বুলেট’ উমরান মালিকের। উমরানের ভারতীয় দলের নেটে সুযোগ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর রাজ্য দলের সতীর্থ পারভেজ রাসুল। 

আইপিএলে শুরুতে হায়দরাবাদের নেট বোলার ছিলেন উমরান। দলের বাঁহাতি পেসার টি-নটরজান করোনা আক্রান্ত হলে কপাল খুলে যায় তাঁর। সুযোগ মেলে হায়দরাবাদের মূল একাদশে। দলের সুযোগ পেয়েই গতির ঝড় তুলে হইচই ফেলে দেন উমরান। এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির ৫ ডেলিভারির ৩টিই বেরিয়েছে উমরানের হাত থেকে। ঘণ্টায় সর্বোচ্চ ১৫২.৯৫ ডেলিভারিটিও তাঁর ছোড়া।

গত রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের অভিষেক হয় উমরানের। ম্যাচে নিজের প্রথম বলটাই ছুড়েছিলেন ১৪৫ কিলোমিটার বেগে। শেষ পর্যন্ত ৪ ম্যাচে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও গতির ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন উমরান। ওই ম্যাচে ১৫২ কিলোমিটার গতিতেও বল করেছিলেন তিনি। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আরও অনবদ্য ছিলেন উমরান। গতির ঝড় তোলার পাশাপাশি ২১ রান দিয়ে নিয়েছিলেন উইকেটও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত