Ajker Patrika

কোহলি নয়, রোহিতকে অধিনায়ক চান দ্রাবিড় 

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩: ৫৪
কোহলি নয়, রোহিতকে অধিনায়ক চান দ্রাবিড় 

বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। শুধু টি-টোয়েন্টি নয়, কোহলিকে ছাড়তে হতে পারে ওয়ানডের অধিনায়কত্বও। কারণ ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড় সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে চান রোহিত শর্মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, (ভারতীয় ক্রিকেট বোর্ডের) বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীকে এমনটা জানিয়েই কোচের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়। 

বিসিসিআইকে ইন্টারভিউ দেওয়ার সময় দ্রাবিড় জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতকে চান তিনি। অভিজ্ঞতার জন্য রোহিতকে তাঁর পছন্দ বলে জানান দ্রাবিড়। রোহিতের পর দ্রাবিড়ের পছন্দের তালিকায় দুই নম্বরে আছেন লোকেশ রাহুল। দ্রাবিড় কথা বলেছেন তাঁর পরিকল্পনা নিয়েও। টানা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমাতে কীভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে কীভাবে ব্যবহার করবেন, সেসবও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন নতুন কোচ। 

নতুন ভূমিকায় ভালো কিছু করতে মুখিয়ে আছেন দ্রাবিড়। আর এই দলের বেশ কিছু খেলোয়াড় সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা আছে আগে থেকেই। তাঁদের নিয়ে সামনে বড় টুর্নামেন্টগুলোতে ভালো করতে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে দ্য ওয়াল বলেছেন, ‘নতুন ভূমিকায় ভালো করতে উন্মুখ হয়ে আছি। শাস্ত্রীর অধীনেও ভারতীয় দল ভালো করেছে। আশা করছি, আমিও দলের সঙ্গে ভালো কাজ করব। এই দলের অনেকের সঙ্গেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের হয়ে কাজ করেছি। আমি জানি ওরা সব সময় উন্নতি করতে চায়। আগামী দুই বছর বেশ কয়েকটা বড় টুর্নামেন্ট আছে। ওই টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত