নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগের ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে একাদশেই ঠাঁই হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি পেসারের। ফিজকে কি বিশ্রাম দেওয়া হয়েছে? না তিনি চোটে পড়েছেন?
দলীয় সূত্রে জানা গেছে, বুকে–পিঠে ও মাংসপেশির ব্যথায় খেলতে পারছেন না মোস্তাফিজ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসার ডিপিএলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৭ ম্যাচের ছয় ইনিংসে ২০ ওভার বোলিং করে পেয়েছেন ১৩ উইকেট। অন্যদের চেয়ে অনেক কম ওভার বোলিং করেও এখনো আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে।
চোটে পড়ায় আপাতত মাঠে নয়, হোটেলেই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। সন্ধ্যায় প্রাইম ব্যাংকের কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন মোস্তাফিজের না থাকার কারণটা। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘মোস্তাফিজ চোটে পড়েছে। তাঁর বুকে, পিঠে ও মাংসপেশিতে ব্যথা আছে। এ কারণে সে খেলতে পারছে না।’ কবে বাঁহাতি পেসার ফিরতে পারবেন, সেটি এখনই বলতে পারছেন না সারওয়ার ইমরান।
মোস্তাফিজকে ছাড়া মিরপুরে আজ তামিমদের প্রাইম ব্যাংক বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী করে ১৮৩ রান। আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার বেশি আক্রমণাত্মক ছিলেন জাতীয় দলের দুই পেসার রুবেল–শরীফুলের বিপক্ষে। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম বলে উইকেট পেলেও বোলিংয়ের সেই ধার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি শরীফুলও। ৪ ওভারে ২ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫ করে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাও প্রাইম ব্যাংক হেরেছে ৩০ রানের বড় ব্যবধানে।
মোস্তাফিজের চোটে পড়া শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নয়, চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। এ মাসের শেষেই তিন সংস্করণে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ফিট মোস্তাফিজকে বড় দরকার তামিম–মাহমুদউল্লাহদের।
ঢাকা: আগের ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে একাদশেই ঠাঁই হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি পেসারের। ফিজকে কি বিশ্রাম দেওয়া হয়েছে? না তিনি চোটে পড়েছেন?
দলীয় সূত্রে জানা গেছে, বুকে–পিঠে ও মাংসপেশির ব্যথায় খেলতে পারছেন না মোস্তাফিজ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসার ডিপিএলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৭ ম্যাচের ছয় ইনিংসে ২০ ওভার বোলিং করে পেয়েছেন ১৩ উইকেট। অন্যদের চেয়ে অনেক কম ওভার বোলিং করেও এখনো আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে।
চোটে পড়ায় আপাতত মাঠে নয়, হোটেলেই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। সন্ধ্যায় প্রাইম ব্যাংকের কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন মোস্তাফিজের না থাকার কারণটা। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘মোস্তাফিজ চোটে পড়েছে। তাঁর বুকে, পিঠে ও মাংসপেশিতে ব্যথা আছে। এ কারণে সে খেলতে পারছে না।’ কবে বাঁহাতি পেসার ফিরতে পারবেন, সেটি এখনই বলতে পারছেন না সারওয়ার ইমরান।
মোস্তাফিজকে ছাড়া মিরপুরে আজ তামিমদের প্রাইম ব্যাংক বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী করে ১৮৩ রান। আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার বেশি আক্রমণাত্মক ছিলেন জাতীয় দলের দুই পেসার রুবেল–শরীফুলের বিপক্ষে। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম বলে উইকেট পেলেও বোলিংয়ের সেই ধার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি শরীফুলও। ৪ ওভারে ২ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫ করে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাও প্রাইম ব্যাংক হেরেছে ৩০ রানের বড় ব্যবধানে।
মোস্তাফিজের চোটে পড়া শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নয়, চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। এ মাসের শেষেই তিন সংস্করণে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ফিট মোস্তাফিজকে বড় দরকার তামিম–মাহমুদউল্লাহদের।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২১ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে