Ajker Patrika

ঘুম-কাণ্ড নিয়ে খেপেছেন তাসকিন

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৯: ৫৩
ঘুম-কাণ্ড নিয়ে খেপেছেন তাসকিন

তাসকিন আহমেদের ঘুম-কাণ্ড নিয়ে হইচই পড়ে গেছে দেশের ক্রিকেটে। এ ঘটনায় যেসব খবর প্রকাশিত হয়েছে গত দুই দিনে, তাতে খেপেছেন বাংলাদেশের তারকা পেসার।

তাসকিনের এ ঘটনা ২২ জুন অ্যান্টিগায় বাংলাদেশ-ভারত ম্যাচের আগে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে একাদশে ছিলেন না তিনি। তখনই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় টিম বাস মিস করে তাসকিন এই ম্যাচ খেলতে পারেননি বলেই খবর ছড়ায়। সেই ঘটনা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিশাল পোস্টে তাসকিন বলেছেন, ‘সবাইকে জানাতে চাই যে বেশির ভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে, তা শুধু গুজব এবং আমি আশা করি, ভক্তরা এটি সেভাবে দেখবেন।’

এমন সংবাদ ভবিষ্যতে প্রচারিত হলে আইনি লড়াইয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন তাসকিন। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক লিখেছেন, ‘আমি স্বীকার করছি যে স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি (ঘুমের কারণে দেরি) এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। সকাল ৮টা ৩৭ মিনিটে উঠেছিলাম এবং ৮টা ৪৩ মিনিটে লবিতে গিয়েছিলাম। আমার রাইড (গাড়ি) প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টায় হোটেল ছেড়েছি। সকাল ৯টা ৪০ মিনিটে স্টেডিয়ামে গিয়েছি, টসের ২০ মিনিট আগে সকাল ১০টায়। আমরা সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংগীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছিল।’ 

এই পোস্টে তাসকিন নিজেই স্বীকার করেছেন তাঁর দেরিতে মাঠে পৌঁছানোর ব্যাপারটা। গতকাল আজকের পত্রিকার কাছেও তিনি স্বীকার করেছিলেন দেরিতে মাঠে পৌঁছানোর বিষয়টি।

দলের সমন্বয়ের কারণেই যে তিনি একাদশে ছিলেন না, সেটি আবারও তিনি পোস্টে বলেছেন, ‘আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যেটা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত