টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন যে সব দলের অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন হবে, সেটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগেই জানিয়েছিল। আজ মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ক্যাপ্টেইনস মিডিয়া ডে’, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়ক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৬ দলের অধিনায়ক দুই ধাপে আটজন করে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হাজির হন পরের ধাপে। অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডস অধিনায়কদের পর্ব শেষ হওয়ার পর হাজির হন বাকি আট দলের অধিনায়ক।
১৬ দলের অধিনায়কেরা সেলফিও তুলেছেন এই অনুষ্ঠানে। সেলফিতে সামনের সারিতে ছিলেন অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মারা। সেলফি তুলছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
১৬ অক্টোবর জিলংয়ে শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ। অস্ট্রেলিয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে সাকিবরা খেলবেন প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন যে সব দলের অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন হবে, সেটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আগেই জানিয়েছিল। আজ মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ক্যাপ্টেইনস মিডিয়া ডে’, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়ক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৬ দলের অধিনায়ক দুই ধাপে আটজন করে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হাজির হন পরের ধাপে। অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডস অধিনায়কদের পর্ব শেষ হওয়ার পর হাজির হন বাকি আট দলের অধিনায়ক।
১৬ দলের অধিনায়কেরা সেলফিও তুলেছেন এই অনুষ্ঠানে। সেলফিতে সামনের সারিতে ছিলেন অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মারা। সেলফি তুলছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
১৬ অক্টোবর জিলংয়ে শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ। অস্ট্রেলিয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে সাকিবরা খেলবেন প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩১ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
২ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে