Ajker Patrika

শান্তকে নিয়ে এখন বাংলাদেশের দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোটে পড়ায় শান্তকে নিয়ে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশের। ছবি: এএফপি
চোটে পড়ায় শান্তকে নিয়ে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশের। ছবি: এএফপি

কলম্বোয় গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৬ রানের রুদ্ধশ্বাস জয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। জিতলেও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে এখন নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

সূত্রে জানা গেছে, পেশিতে টান লেগে ব্যথা অনুভব করায় শান্তকে আইস থেরাপি দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তর চোটের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। বড় ধরনের চোট না হলে আমাকে জানানো হয় না। সেখানে আমাদের একজন চিকিৎসক রয়েছেন। চোট পেয়ে থাকলে তিনি (চিকিৎসক) শান্তর অবস্থা পর্যবেক্ষণ করবেন।’

ঊরুর মাংসপেশিতে ব্যথা অনুভব করলে শান্তকে কমপক্ষে ৩ তিনের বিশ্রামে থাকতে হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। এদিকে সিরিজের তৃতীয় ওয়ানডে পরশু পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। তাতে হয়তো সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শান্তর নাও খেলা হতে পারে।

শান্ত গতকাল জয়ের পর রাতে টিম হোটেলে হেঁটেই নিজের রুমে যেতে লিফট ধরেছেন। টিম হোটেলে এক সমর্থক তাঁর (শান্ত) পায়ের ব্যথা নিয়ে জিজ্ঞেস করলে শান্ত জানান, পা ভালো আছে। সূত্র থেকে জানা গেছে, পায়ের পেশিতে ব্যথা অনুভব করায় শান্তকে বিশ্রামে রাখা হবে। যদিও তিনি আজ দলের সঙ্গে তৃতীয় ম্যাচের ভেন্যু পাল্লেকেলেতে গিয়েছেন। তবে সেখানে তাঁর অনুশীলন না করার সম্ভাবনাই বেশি। সূত্রে আরও জানা গেছে, ব্যথা লাঘবের জন্য ২৪ ঘণ্টা বিশ্রামে থাকবেন। পেশিতে যেন বাড়তি নড়াচড়া না হয়, সে জন্যই এমন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত