নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোচ নিয়োগ দিতে গত মাসে যে বিসিবি যে চারটি পদে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে ছিল না স্পিন বোলিং কোচের পদটি। বিসিবির সঙ্গে তখন কথা চলছিল আগের কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে। তবে শেষ পর্যন্ত বিসিবিকে ‘না’ করে দিয়েছেন তিনি।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসেবে স্পিন কোচ হিসেবে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। এবার তাঁকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও আর তাঁর কাজ হবে দিনভিত্তিক। বিসিবির প্রস্তাবকে ‘না’ করে দিয়েছেন হেরাথ।
আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘সে আমাদের সঙ্গে আর নেই। হেরাথকে যে প্রস্তাব দিয়েছি, সেটা যে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায় শেষ। স্পিন বোলিং কোচের নিয়োগের বিজ্ঞাপন তখন আমরা দিইনি। কারণ, ওর সঙ্গে কথা চলছিল। সম্প্রতি (গত ২১ জানুয়ারি) আবার বিজ্ঞাপন দিয়েছি। আমাদের যে প্রস্তাব ছিল তার মনঃপূত না হওয়ায় তার সঙ্গে আমাদের আর চুক্তি হচ্ছে না।’
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি, আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি আগ্রহীদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেবে বিসিবি। আর ২০ ফেব্রুয়ারিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
কোচ নিয়োগ দিতে গত মাসে যে বিসিবি যে চারটি পদে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে ছিল না স্পিন বোলিং কোচের পদটি। বিসিবির সঙ্গে তখন কথা চলছিল আগের কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে। তবে শেষ পর্যন্ত বিসিবিকে ‘না’ করে দিয়েছেন তিনি।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসেবে স্পিন কোচ হিসেবে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। এবার তাঁকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও আর তাঁর কাজ হবে দিনভিত্তিক। বিসিবির প্রস্তাবকে ‘না’ করে দিয়েছেন হেরাথ।
আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘সে আমাদের সঙ্গে আর নেই। হেরাথকে যে প্রস্তাব দিয়েছি, সেটা যে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায় শেষ। স্পিন বোলিং কোচের নিয়োগের বিজ্ঞাপন তখন আমরা দিইনি। কারণ, ওর সঙ্গে কথা চলছিল। সম্প্রতি (গত ২১ জানুয়ারি) আবার বিজ্ঞাপন দিয়েছি। আমাদের যে প্রস্তাব ছিল তার মনঃপূত না হওয়ায় তার সঙ্গে আমাদের আর চুক্তি হচ্ছে না।’
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি, আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি আগ্রহীদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেবে বিসিবি। আর ২০ ফেব্রুয়ারিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ক্রিকেট কোথায়, কখন হবে তা চূড়ান্ত হয়েছে কদিন আগেই। তবে গেমস ক্রিকেটকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—পুরুষ ও নারী বিভাগে কোন ছয়টি দল, কিসের ভিত্তিতে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আইসিসি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
৪৩ মিনিট আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উইকেট কেমন হবে, দুই দলেরই এটি এখন বড় প্রশ্ন। ঘরের মাঠের উইকেট স্বাগতিক ক্রিকেটারদের কাছে হাতের তালুর মতো চেনা হলেও মিরপুরের উইকেট নিয়ে খোদ লিটন দাসরা ধোঁয়াশায়।
১ ঘণ্টা আগে