ক্রীড়া ডেস্ক
মুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় তীব্র সমালোচনা হচ্ছিল মুশফিককে নিয়ে। গত রাতে ওয়ানডে থেকে তিনি অবসরই ঘোষণা দিয়েছেন। অবসর ঘোষণার পর মুশফিককে নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর সতীর্থরা নানাভাবে ভালোবাসা প্রকাশ করেছেন অসাধারণ এক ক্যারিয়ার শেষ করায়। তবে মুশফিকের স্ত্রী মন্ডি জানিয়েছেন এমন কিছু বিষয়, যেটি ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন আর সততাই ফুটে উঠেছে, ‘আমি একজন সৎ মানুষ পেয়ে সত্যিই ভাগ্যবান। সে সত্যিই অজু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক ব্যক্তি। আমার ছেলেরা তোমার খুব ভক্ত। আশা করি শাহরুজ তোমার গুনগুলো পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে।’
মন্ডি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ওয়ানডে থেকে অনেক সন্তুষ্টি নিয়ে তুমি অবসর নিতে পেরেছ। তোমার ওয়ানডে ক্যারিয়ার দারুণ ছিল আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট না আসা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে তুমি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২০টা পেইনকিলার খেয়েছে। তুমি নিজের জন্য খেলেনি। দলের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থেকেই খেলেছ। জানি এই সিদ্ধান্তটা কঠিন। ইনশা আল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য।’
শুধু খেলার প্রতি নিবেদনই নয়, মুশফিক নিজের চিন্তা-দর্শনের সঙ্গে কখনো আপস করেননি। ধর্মীয় বিধিনিষেধ মেনে জার্সিতে কোনো বেটিং বা অ্যালকোহল কোম্পানির লোগো ব্যবহার করেননি বাংলাদেশের এই তারকা উইকেটকিপার ব্যাটার।
মুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় তীব্র সমালোচনা হচ্ছিল মুশফিককে নিয়ে। গত রাতে ওয়ানডে থেকে তিনি অবসরই ঘোষণা দিয়েছেন। অবসর ঘোষণার পর মুশফিককে নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর সতীর্থরা নানাভাবে ভালোবাসা প্রকাশ করেছেন অসাধারণ এক ক্যারিয়ার শেষ করায়। তবে মুশফিকের স্ত্রী মন্ডি জানিয়েছেন এমন কিছু বিষয়, যেটি ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন আর সততাই ফুটে উঠেছে, ‘আমি একজন সৎ মানুষ পেয়ে সত্যিই ভাগ্যবান। সে সত্যিই অজু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক ব্যক্তি। আমার ছেলেরা তোমার খুব ভক্ত। আশা করি শাহরুজ তোমার গুনগুলো পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে।’
মন্ডি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ওয়ানডে থেকে অনেক সন্তুষ্টি নিয়ে তুমি অবসর নিতে পেরেছ। তোমার ওয়ানডে ক্যারিয়ার দারুণ ছিল আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট না আসা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে তুমি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২০টা পেইনকিলার খেয়েছে। তুমি নিজের জন্য খেলেনি। দলের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থেকেই খেলেছ। জানি এই সিদ্ধান্তটা কঠিন। ইনশা আল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য।’
শুধু খেলার প্রতি নিবেদনই নয়, মুশফিক নিজের চিন্তা-দর্শনের সঙ্গে কখনো আপস করেননি। ধর্মীয় বিধিনিষেধ মেনে জার্সিতে কোনো বেটিং বা অ্যালকোহল কোম্পানির লোগো ব্যবহার করেননি বাংলাদেশের এই তারকা উইকেটকিপার ব্যাটার।
লিটন দাসের হাতে সোনালি ট্রফি, মুখে চওড়া হাসি। সর্বশেষ বাংলাদেশ বিদেশ থেকে কোনো সিরিজের ট্রফি জিতে ফিরেছিল লিটনেরই নেতৃত্বে, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝে ৬টা মাস বাংলাদেশের বড্ড কঠিন সময় গেল। টানা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার...
১৬ মিনিট আগেজয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১১ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১৩ ঘণ্টা আগে