বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদও শেষ হচ্ছে বিশ্বকাপের পর। কোচ হিসেবে সাফল্যের ধারাবাহিকতায় হয়তো আরেক মেয়াদে কোহলিদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন চুক্তিতে যেতে আগ্রহী নন শাস্ত্রী নিজেই।
বিশ্বকাপ দিয়েই শেষ টানতে চান শাস্ত্রী। ইংলিশ পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বকাপের পরই সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে করেন শাস্ত্রী, ‘আমার এ রকমই মনে হয় (বিশ্বকাপ দিয়েই শেষ)। আমি বিশ্বাস করি, কোচ হিসেবে যা চাওয়ার ছিল সবকিছুই আমি পেয়েছি। পাঁচ বছর এক নম্বরে থাকা (টেস্ট র্যাঙ্কিংয়ে)। অস্ট্রেলিয়ায় দুবার সিরিজ জয়। ইংল্যান্ডে জয়।’
এই গ্রীষ্মের শুরুতে এসব ব্যাপারে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনের সঙ্গেও কথা বলেছেন শাস্ত্রী। সাক্ষাৎকারে এ নিয়ে ৫৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘এই গ্রীষ্মের শুরুতে মাইক আথারটনের সঙ্গে কথা হচ্ছিল আমার। তাকে বলছিলাম, আমার কাছে এটাই চূড়ান্ত—অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো এই করোনার এই সময়ে ইংল্যান্ডে জয়। যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলাম, যেভাবে আমরা লর্ডস আর ওভালে খেলেছি। আমার কাছে এটা বিশেষ কিছু।’
এই সময়ের মধ্যে সাদা বলের ক্রিকেটে ভারতকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি শাস্ত্রী। তবে সীমিত ওভারের ক্রিকেটেও কোচ হিসেবে নিজেকে সফল বলেই মনে করেন তিনি। বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটে সব দলকেই আমরা তাদের মাঠে হারিয়েছি। এবার যদি বিশ্বকাপ (টি-টোয়েন্টি) জিততে পারি, তা হবে সোনায় সোহাগা। এর চেয়ে বেশি কিছু দরকার নেই।’
বোর্ড থেকে সরে যেতে বলার আগে নিজেই সরে দাঁড়ানো সম্মানজনক বলে মনে করেন শাস্ত্রী। সাক্ষাৎকারে এ নিয়ে বলেছেন, ‘আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই সরে যাওয়া উচিত। আবারও বলব, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াকে হারানো এবং ইংল্যান্ডে এই করোনার সময়ে সিরিজে এগিয়ে থাকা—এটা ক্রিকেটে আমার চার দশকের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত।’
বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদও শেষ হচ্ছে বিশ্বকাপের পর। কোচ হিসেবে সাফল্যের ধারাবাহিকতায় হয়তো আরেক মেয়াদে কোহলিদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন চুক্তিতে যেতে আগ্রহী নন শাস্ত্রী নিজেই।
বিশ্বকাপ দিয়েই শেষ টানতে চান শাস্ত্রী। ইংলিশ পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বকাপের পরই সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে করেন শাস্ত্রী, ‘আমার এ রকমই মনে হয় (বিশ্বকাপ দিয়েই শেষ)। আমি বিশ্বাস করি, কোচ হিসেবে যা চাওয়ার ছিল সবকিছুই আমি পেয়েছি। পাঁচ বছর এক নম্বরে থাকা (টেস্ট র্যাঙ্কিংয়ে)। অস্ট্রেলিয়ায় দুবার সিরিজ জয়। ইংল্যান্ডে জয়।’
এই গ্রীষ্মের শুরুতে এসব ব্যাপারে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনের সঙ্গেও কথা বলেছেন শাস্ত্রী। সাক্ষাৎকারে এ নিয়ে ৫৯ বছর বয়সী এই কোচ বলেন, ‘এই গ্রীষ্মের শুরুতে মাইক আথারটনের সঙ্গে কথা হচ্ছিল আমার। তাকে বলছিলাম, আমার কাছে এটাই চূড়ান্ত—অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো এই করোনার এই সময়ে ইংল্যান্ডে জয়। যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলাম, যেভাবে আমরা লর্ডস আর ওভালে খেলেছি। আমার কাছে এটা বিশেষ কিছু।’
এই সময়ের মধ্যে সাদা বলের ক্রিকেটে ভারতকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি শাস্ত্রী। তবে সীমিত ওভারের ক্রিকেটেও কোচ হিসেবে নিজেকে সফল বলেই মনে করেন তিনি। বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটে সব দলকেই আমরা তাদের মাঠে হারিয়েছি। এবার যদি বিশ্বকাপ (টি-টোয়েন্টি) জিততে পারি, তা হবে সোনায় সোহাগা। এর চেয়ে বেশি কিছু দরকার নেই।’
বোর্ড থেকে সরে যেতে বলার আগে নিজেই সরে দাঁড়ানো সম্মানজনক বলে মনে করেন শাস্ত্রী। সাক্ষাৎকারে এ নিয়ে বলেছেন, ‘আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই সরে যাওয়া উচিত। আবারও বলব, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াকে হারানো এবং ইংল্যান্ডে এই করোনার সময়ে সিরিজে এগিয়ে থাকা—এটা ক্রিকেটে আমার চার দশকের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
১৮ মিনিট আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
১ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৩ ঘণ্টা আগেশিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩ ঘণ্টা আগে