Ajker Patrika

তামিমের পরামর্শ মিরপুরে কতটা কাজে লাগল মহারাজের

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮: ১২
তামিমের পরামর্শ মিরপুরে কতটা কাজে লাগল মহারাজের

অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিরপুরের অচেনা কন্ডিশনে ঘূর্ণি জাদু দেখাচ্ছেন কেশব মহারাজ। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও এরই মধ্যে ৩টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি স্পিনার। তবে মহারাজ জানিয়েছেন, তামিম ইকবাল থেকে পাওয়া পরামর্শও সহায়তা করছে তাঁকে। 

ঢাকায় পা রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সতীর্থ তামিমকে মেসেজ দিয়েছিলেন মহারাজ। পরামর্শ চেয়েছিলেন কীভাবে নিজের সেরা বোলিংটা করা যায় এখানে। টেস্টের প্রথম দিন তামিম নিজেও জানিয়েছিলেন, মহারাজ তাঁর কাছে পরামর্শ চেয়েছিলেন সে কথা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কিছু পরামর্শ দিয়েছেনও তাঁকে। 

আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মহারাজও জানিয়েছেন, তামিমের কাছে মেসেজ দিয়ে পরামর্শ চেয়েছিলেন এবং পরামর্শ মতো বোলিং করে সহায়তাও পাচ্ছেন। ৩৪ বছর বয়সী প্রোটিয়া স্পিনার বলেন, ‘হ্যাঁ, তামিম ভাইকে একটা মেসেজ পাঠিয়েছি। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, অবশ্যই বিপিএলে (একই দলে) খেলার কারণে। আমি কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম, এখানে কীভাবে নিজের কাজটা করা যায়। এই উইকেটে কীভাবে খেলতে হবে সে সম্পর্কে তিনি আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, এটা ভুল ছিল না। এখানকার উইকেট সম্পর্কে তাঁর ভালো পড়া আছে।’ 

 ৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ২০২ রানে এগিয়ে থেকেও যেন ম্যাচটা কিছুটা কঠিন হয়ে গেল দক্ষিণ আফ্রিকার জন্য। আজ সারা দিনে উইকেট নিতে পেরেছে তারা ৪ টি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। কাল আরও লিড বাড়ানোর জন্য লড়বে বাংলাদেশ। 

মহারাজ অবশ্য এখনো নিজেদেরই এগিয়ে রাখছেন মিরপুর টেস্টে, ‘হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ আজ সত্যিই ভালো খেলেছে। কন্ডিশন একটু ভালো হয়েছে। কিন্তু আমি মনে করি আমরা এখনো এগিয়ে আছি। বাংলাদেশের লিড নিয়েছে এবং আমাদের আরও তিন উইকেট নিতে হবে।’ 

কাল বাংলাদেশকে দ্রুতই অলআউট করার লক্ষ্যের কথা বললেন মহারাজ, ‘অবশ্যই আমরা তাদের যতটা সম্ভব কম রানের মধ্যে আটকাতে পারি। কিন্তু আমি এখনো অনুভব করি, প্রথম ইনিংসে আমাদের ব্যাটাররা ভালোভাবে নিজেদের কাজটা করেছে, সে বিবেচনায় আমরা ভালো অবস্থার মধ্যেই আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত