অনলাইন ডেস্ক
তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বলের গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিকতায় সবার নজর কাড়েন তানজিম। সেই পারফরম্যান্স দেখে তাহির নিজেই তাঁর যোগাযোগের নম্বর সংগ্রহ করে প্রস্তাব দেন খেলার। তানজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।’
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদেরও বাইরের লিগে যথেষ্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়েরও।
কদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ এসেছিল সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিবও। এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস তানজিমের।
তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বলের গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিকতায় সবার নজর কাড়েন তানজিম। সেই পারফরম্যান্স দেখে তাহির নিজেই তাঁর যোগাযোগের নম্বর সংগ্রহ করে প্রস্তাব দেন খেলার। তানজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।’
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদেরও বাইরের লিগে যথেষ্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়েরও।
কদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ এসেছিল সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিবও। এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস তানজিমের।
এশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
৩৭ মিনিট আগে‘টাকার বৃষ্টি’ ঝরে বলেই ক্রিকেটার থেকে শুরু করে ধনকুবেররা পাখির চোখ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল তাই হয়ে উঠেছে ভারতের সোনার ডিম পাড়া রাজহাঁস।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
২ ঘণ্টা আগেগ্লোবাল সুপার লিগে (জিএসএল) শুরুটা সাকিব আল হাসানের বোলিং যেমনই হোক, ব্যাটিংটা হয়েছে বাজে। এবার সংস্করণটা টি-টোয়েন্টি থেকে টি-টেনে বদলাতেই সাকিবও দেখালেন ঝলক। ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই জ্বলে উঠলেন তিনি। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি।
২ ঘণ্টা আগে