Ajker Patrika

বিপিএলে রুবেলের অন্য রকম ‘সেঞ্চুরি’ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩: ৫০
বিপিএলে রুবেলের অন্য রকম ‘সেঞ্চুরি’ 

মার্ক দেয়ালের স্টাম্প উপড়ে দিয়ে রুবেল হোসেনের বুনো উদযাপন। উইকেটটা যে বিশেষ তাঁর জন্য। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের উইকেটটি বিপিএলে রুবেলের শততম উইকেট। 

শততম উইকেট থেকে যে ৩ উইকেট দূরে ছিলেন, সেটা রুবেল জানতেন। উদযাপনও ছিল তাই দেখার মতো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শততম উইকেটের অনুভূতি নিয়ে রুবেল বলছিলেন, 'অবশ্যই, আলহামদুল্লিলাহ। আমি জানতাম আমার আর ৩ উইকেট লাগবে। যখন ৩ নম্বর উইকেটটা পেলাম, আসলেই খুব ভালো লেগেছে।' 

রুবেল পরে উইকেট নিয়েছেন আরও একটি। সব মিলিয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট। এরমধ্যে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম উইকেটটিও মনে রাখতে চাইবেন রুবেল। এই উইকেট দিয়েই মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়তে উঠে এসেছেন। 

এই ম্যাচ শুরুর আগে দুজনের উইকেট ছিল ৯৭টি। সিলেট স্ট্রাইকার্সের তো বটেই, এক সময় রুবেলের জাতীয় দলের সতীর্থ মাশরাফির উইকেটও ৯৭টি। বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুজনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। মাশরাফিকে ছাড়িয়ে যেতে পেরে কেমন লাগছে প্রশ্নে রুবেল বললেন, 'অবশ্যই, ভালো লাগার মতো ব্যাপার। মাশরাফি ভাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তো সব মিলিয়ে ভালো লাগছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত