এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অম্লমধুর কাটছে মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশের একমাত্র প্রতিনিধির দল দিল্লি ক্যাপিটালসও যেন তাঁকে অনুসরণ করছে!
‘ধারাবাহিকভাবে অধারাবাহিক’ দিল্লি আজ হেরে বসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে। আইপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজদের হারিয়েছে ৬ রানে।
মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেমে ১৯৫ রান তোলে লক্ষ্ণৌ। আশা জাগিয়েও দিল্লি থামে ১৮৯ রানে।
এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে লোকেশ রাহুল-কুইন্টন ডি ককদের লক্ষ্ণৌ। দিল্লি রয়ে গেছে ছয়েই। শীর্ষে আরেক নবাগত গুজরাট টাইটানস।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেই ৩ উইকেট পাওয়া ফিজ আজ ছিলেন খরুচে। ৪ ওভারে ৩৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অবশ্য বাংলাদেশি পেসারকে দুর্ভাগা বলা যায়। তাঁর বলে মার্কাস স্টয়নিসের ক্যাচ ছেড়েছেন সতীর্থ ললিত যাদব। সেটির মাশুল দিতে হয়ে ইনিংসের শেষ ওভারে ১৫ রান দিয়ে।
তবে আসল খেল দেখিয়েছেন রাহুল। দারুণ ছন্দে থাকা লক্ষ্ণৌ অধিনায়ক ৫১ বলে করেছেন ৭৭। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জস বাটলারের পরেই রাহুল। তাঁর সঙ্গে ফিফটির দেখা পেয়েছেন তিনে নামা দীপক হুদাও (৫২)।
নতুন দুই দল প্লে-অফে এক পা দিয়ে রাখলেও আজকের হারে দিল্লির সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে। ৯ ম্যাচে মোস্তাফিজ-ঋষভ পন্তদের সংগ্রহ ৮ পয়েন্ট। শেষ চারে উঠতে হলে বাকি ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে তাঁদের।
জয়, হার, হার, জয়, হার, জয়, হার, জয়, হার—এই ফলই বলে দেয় এবারের আইপিএলে কতটা অধারাবাহিক দিল্লি। এখনো পর্যন্ত টানা দুটি ম্যাচ জিততে পারেনি মোস্তাফিজের দল।
রান তাড়ায় আজ শুরুতেই দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি। ধাক্কা সামলে পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন অধিনায়ক পন্ত (৩০ বলে ৪৪) ও মিচেল মার্শ (২০ বলে ৩৭)। তাঁদের বিদায়ের পর আশা বাঁচিয়ে রেখেছিলেন পাওয়েল (২১ বলে ৩৫)। এই ক্যারিবীয় হার্ড হিটার ফিরতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লক্ষ্ণৌ। অক্ষর প্যাটেলের ২৪ বলে ৪২ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
তবে সবাইকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন মহসিন খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাটারদের দিনে এই বাঁহাতি পেসারের কৃপণ ও নিয়ন্ত্রিত বোলিংই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অম্লমধুর কাটছে মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশের একমাত্র প্রতিনিধির দল দিল্লি ক্যাপিটালসও যেন তাঁকে অনুসরণ করছে!
‘ধারাবাহিকভাবে অধারাবাহিক’ দিল্লি আজ হেরে বসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে। আইপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজদের হারিয়েছে ৬ রানে।
মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেমে ১৯৫ রান তোলে লক্ষ্ণৌ। আশা জাগিয়েও দিল্লি থামে ১৮৯ রানে।
এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে লোকেশ রাহুল-কুইন্টন ডি ককদের লক্ষ্ণৌ। দিল্লি রয়ে গেছে ছয়েই। শীর্ষে আরেক নবাগত গুজরাট টাইটানস।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেই ৩ উইকেট পাওয়া ফিজ আজ ছিলেন খরুচে। ৪ ওভারে ৩৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অবশ্য বাংলাদেশি পেসারকে দুর্ভাগা বলা যায়। তাঁর বলে মার্কাস স্টয়নিসের ক্যাচ ছেড়েছেন সতীর্থ ললিত যাদব। সেটির মাশুল দিতে হয়ে ইনিংসের শেষ ওভারে ১৫ রান দিয়ে।
তবে আসল খেল দেখিয়েছেন রাহুল। দারুণ ছন্দে থাকা লক্ষ্ণৌ অধিনায়ক ৫১ বলে করেছেন ৭৭। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জস বাটলারের পরেই রাহুল। তাঁর সঙ্গে ফিফটির দেখা পেয়েছেন তিনে নামা দীপক হুদাও (৫২)।
নতুন দুই দল প্লে-অফে এক পা দিয়ে রাখলেও আজকের হারে দিল্লির সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে। ৯ ম্যাচে মোস্তাফিজ-ঋষভ পন্তদের সংগ্রহ ৮ পয়েন্ট। শেষ চারে উঠতে হলে বাকি ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে তাঁদের।
জয়, হার, হার, জয়, হার, জয়, হার, জয়, হার—এই ফলই বলে দেয় এবারের আইপিএলে কতটা অধারাবাহিক দিল্লি। এখনো পর্যন্ত টানা দুটি ম্যাচ জিততে পারেনি মোস্তাফিজের দল।
রান তাড়ায় আজ শুরুতেই দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি। ধাক্কা সামলে পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন অধিনায়ক পন্ত (৩০ বলে ৪৪) ও মিচেল মার্শ (২০ বলে ৩৭)। তাঁদের বিদায়ের পর আশা বাঁচিয়ে রেখেছিলেন পাওয়েল (২১ বলে ৩৫)। এই ক্যারিবীয় হার্ড হিটার ফিরতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লক্ষ্ণৌ। অক্ষর প্যাটেলের ২৪ বলে ৪২ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
তবে সবাইকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন মহসিন খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাটারদের দিনে এই বাঁহাতি পেসারের কৃপণ ও নিয়ন্ত্রিত বোলিংই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৫ মিনিট আগেরানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
১ ঘণ্টা আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
২ ঘণ্টা আগে