ক্রীড়া ডেস্ক
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অম্লমধুর কাটছে মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশের একমাত্র প্রতিনিধির দল দিল্লি ক্যাপিটালসও যেন তাঁকে অনুসরণ করছে!
‘ধারাবাহিকভাবে অধারাবাহিক’ দিল্লি আজ হেরে বসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে। আইপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজদের হারিয়েছে ৬ রানে।
মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেমে ১৯৫ রান তোলে লক্ষ্ণৌ। আশা জাগিয়েও দিল্লি থামে ১৮৯ রানে।
এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে লোকেশ রাহুল-কুইন্টন ডি ককদের লক্ষ্ণৌ। দিল্লি রয়ে গেছে ছয়েই। শীর্ষে আরেক নবাগত গুজরাট টাইটানস।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেই ৩ উইকেট পাওয়া ফিজ আজ ছিলেন খরুচে। ৪ ওভারে ৩৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অবশ্য বাংলাদেশি পেসারকে দুর্ভাগা বলা যায়। তাঁর বলে মার্কাস স্টয়নিসের ক্যাচ ছেড়েছেন সতীর্থ ললিত যাদব। সেটির মাশুল দিতে হয়ে ইনিংসের শেষ ওভারে ১৫ রান দিয়ে।
তবে আসল খেল দেখিয়েছেন রাহুল। দারুণ ছন্দে থাকা লক্ষ্ণৌ অধিনায়ক ৫১ বলে করেছেন ৭৭। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জস বাটলারের পরেই রাহুল। তাঁর সঙ্গে ফিফটির দেখা পেয়েছেন তিনে নামা দীপক হুদাও (৫২)।
নতুন দুই দল প্লে-অফে এক পা দিয়ে রাখলেও আজকের হারে দিল্লির সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে। ৯ ম্যাচে মোস্তাফিজ-ঋষভ পন্তদের সংগ্রহ ৮ পয়েন্ট। শেষ চারে উঠতে হলে বাকি ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে তাঁদের।
জয়, হার, হার, জয়, হার, জয়, হার, জয়, হার—এই ফলই বলে দেয় এবারের আইপিএলে কতটা অধারাবাহিক দিল্লি। এখনো পর্যন্ত টানা দুটি ম্যাচ জিততে পারেনি মোস্তাফিজের দল।
রান তাড়ায় আজ শুরুতেই দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি। ধাক্কা সামলে পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন অধিনায়ক পন্ত (৩০ বলে ৪৪) ও মিচেল মার্শ (২০ বলে ৩৭)। তাঁদের বিদায়ের পর আশা বাঁচিয়ে রেখেছিলেন পাওয়েল (২১ বলে ৩৫)। এই ক্যারিবীয় হার্ড হিটার ফিরতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লক্ষ্ণৌ। অক্ষর প্যাটেলের ২৪ বলে ৪২ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
তবে সবাইকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন মহসিন খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাটারদের দিনে এই বাঁহাতি পেসারের কৃপণ ও নিয়ন্ত্রিত বোলিংই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অম্লমধুর কাটছে মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশের একমাত্র প্রতিনিধির দল দিল্লি ক্যাপিটালসও যেন তাঁকে অনুসরণ করছে!
‘ধারাবাহিকভাবে অধারাবাহিক’ দিল্লি আজ হেরে বসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে। আইপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজদের হারিয়েছে ৬ রানে।
মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেমে ১৯৫ রান তোলে লক্ষ্ণৌ। আশা জাগিয়েও দিল্লি থামে ১৮৯ রানে।
এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে লোকেশ রাহুল-কুইন্টন ডি ককদের লক্ষ্ণৌ। দিল্লি রয়ে গেছে ছয়েই। শীর্ষে আরেক নবাগত গুজরাট টাইটানস।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেই ৩ উইকেট পাওয়া ফিজ আজ ছিলেন খরুচে। ৪ ওভারে ৩৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। অবশ্য বাংলাদেশি পেসারকে দুর্ভাগা বলা যায়। তাঁর বলে মার্কাস স্টয়নিসের ক্যাচ ছেড়েছেন সতীর্থ ললিত যাদব। সেটির মাশুল দিতে হয়ে ইনিংসের শেষ ওভারে ১৫ রান দিয়ে।
তবে আসল খেল দেখিয়েছেন রাহুল। দারুণ ছন্দে থাকা লক্ষ্ণৌ অধিনায়ক ৫১ বলে করেছেন ৭৭। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জস বাটলারের পরেই রাহুল। তাঁর সঙ্গে ফিফটির দেখা পেয়েছেন তিনে নামা দীপক হুদাও (৫২)।
নতুন দুই দল প্লে-অফে এক পা দিয়ে রাখলেও আজকের হারে দিল্লির সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে। ৯ ম্যাচে মোস্তাফিজ-ঋষভ পন্তদের সংগ্রহ ৮ পয়েন্ট। শেষ চারে উঠতে হলে বাকি ম্যাচের অন্তত চারটিতে জিততে হবে তাঁদের।
জয়, হার, হার, জয়, হার, জয়, হার, জয়, হার—এই ফলই বলে দেয় এবারের আইপিএলে কতটা অধারাবাহিক দিল্লি। এখনো পর্যন্ত টানা দুটি ম্যাচ জিততে পারেনি মোস্তাফিজের দল।
রান তাড়ায় আজ শুরুতেই দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি। ধাক্কা সামলে পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন অধিনায়ক পন্ত (৩০ বলে ৪৪) ও মিচেল মার্শ (২০ বলে ৩৭)। তাঁদের বিদায়ের পর আশা বাঁচিয়ে রেখেছিলেন পাওয়েল (২১ বলে ৩৫)। এই ক্যারিবীয় হার্ড হিটার ফিরতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লক্ষ্ণৌ। অক্ষর প্যাটেলের ২৪ বলে ৪২ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
তবে সবাইকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন মহসিন খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাটারদের দিনে এই বাঁহাতি পেসারের কৃপণ ও নিয়ন্ত্রিত বোলিংই দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।
দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন দিমুথ করুনারত্নে। গত বছরের শুরু থেকে রান করেছেন কেবল ২৭.০৫ গড়ে। বয়সের ছাপও স্পষ্ট। তা ছাড়া আগামী দেড় বছরে কেবলমাত্র দুটি টেস্টই খেলবে শ্রীলঙ্কা।
২৫ মিনিট আগেউপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা কে না জানেন! শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেএ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
২ ঘণ্টা আগে৬৩১ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে রশিদ খান ও ডোয়াইন ব্রাভো। সেই রেকর্ডটা নিজের করে নেওয়ার সুযোগ আজ রশিদের। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হচ্ছে এসএ টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারের এম আই কেপটাউন-পার্ল রয়্যালস ম্যাচ। রশিদ এম আই কেপটাউনের অধিনায়ক। এক ন
৩ ঘণ্টা আগে