রানা আব্বাস, মাসকাট থেকে
ইংল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করা অবশ্যই কঠিন ছিল নাসুম আহমেদের। গতকাল বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি স্পিনারের কাছে সংবাদ সম্মেলনটা যেন আরও কঠিন হলো। দলের টানা পরাজয়ের কী আর ব্যাখ্যা দেবেন ১৬ টি-টোয়েন্টি খেলা নাসুম! কী ব্যাখ্যা দেবেন ইংলিশদের কাছে ৮ উইকেটের হারের।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের চেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন। দলের তারকা ক্রিকেটারদের ঝাঁজাল মন্তব্যে জ্বলে উঠছে বিতর্কের সলতে। গতকাল অবশ্য তেমন কোনো আগুনে মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বল্পভাষী নাসুম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের জায়গা পোক্ত করার লক্ষ্যে এগোনো বাঁহাতি স্পিনারকে যত জটিল প্রশ্নই করা হোক, ঘুরেফিরে একই কথা—তাঁরা চেষ্টা করছেন, হচ্ছে না! নাসুমের অসহায় স্বীকারোক্তি, আমাদের দ্বারা হচ্ছে না, ভালোভাবে চেষ্টা করেও হচ্ছে না! ব্যর্থতার ব্যাখ্যা আরেকটু খুলে বললেন নাসুম, ‘চেষ্টা থাকে ম্যাচ জেতার। একজন ব্যাটার কিংবা বোলার ভালো করলে জেতার সুযোগ থাকে। আমরা চেষ্টা করছি, হচ্ছে না। যেভাবে পরিকল্পনা করছি মাঠে সেটা কাজে লাগাতে পারছি না’।
কেন হচ্ছে না, ভালো করতে কী করণীয়—এ প্রশ্নে নাসুমের সহজ উত্তর, ‘ভালো খেলতে হবে আর কী! ভালো খেলেই জিততে হবে।’ যত সহজে বলা গেল, মাঠে কাজটা ততই কঠিন। কাজটা আরও কঠিন করে তুলেছে বাংলাদেশ দলের টপঅর্ডার। প্রায় প্রতি ম্যাচেই ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশের টপঅর্ডার। ওপেনার লিটন দাসের রানখরার বড় মূল্যই দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। নাসুম বলছেন, ‘প্রথম ছয় ওভারে (পাওয়ার প্লে) আমরা রান করতে পারছি না। এতেই পিছিয়ে যাচ্ছি। রান তুলতে পারছি না, উইকেটও পড়ে যাচ্ছে। এসব নিয়ে আমাদের মধ্যে কথা হয়। সবাই ভালো কিছুর চেষ্টা করছে, কিন্তু সেভাবে হচ্ছে না।’
‘না হওয়ার’ পেছনে কি কোনো ভীতি কাজ করছে খেলোয়াড়দের মধ্যে? প্রসঙ্গটা নাসুম এক কথায় উড়িয়ে দিলেন, ‘ভয়ে থাকলে ক্রিকেট হয় না। আমাদের কারও ভয় ছিল না।’ ভয় না থাকুক, ক্রিকেট খেলাটাই এমন—একবার পরাজয়ের বৃত্তে আটকা পড়লে সেখান থেকে দ্রুত বের হওয়া কঠিন। আবার একটি জয়ই পারে পুরো দলের চেহারা পাল্টে দিতে।
সেই জয়ের অপেক্ষায় আছেন নাসুমও, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান একটা ম্যাচে ভালো করতে পারলে পরের দুটোয় ভালো করা সম্ভব। ওমানে ভালো ক্রিকেট খেলেছি। প্রথমটিতে হারলেও পরের দুটিতে জিতে সুপার টুয়েলভে এসেছি। আমাদের সবারই ইচ্ছা থাকে ভালো কিছু করার। দুর্ভাগ্য, হচ্ছে না।’
ইংল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করা অবশ্যই কঠিন ছিল নাসুম আহমেদের। গতকাল বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি স্পিনারের কাছে সংবাদ সম্মেলনটা যেন আরও কঠিন হলো। দলের টানা পরাজয়ের কী আর ব্যাখ্যা দেবেন ১৬ টি-টোয়েন্টি খেলা নাসুম! কী ব্যাখ্যা দেবেন ইংলিশদের কাছে ৮ উইকেটের হারের।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের চেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন। দলের তারকা ক্রিকেটারদের ঝাঁজাল মন্তব্যে জ্বলে উঠছে বিতর্কের সলতে। গতকাল অবশ্য তেমন কোনো আগুনে মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বল্পভাষী নাসুম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের জায়গা পোক্ত করার লক্ষ্যে এগোনো বাঁহাতি স্পিনারকে যত জটিল প্রশ্নই করা হোক, ঘুরেফিরে একই কথা—তাঁরা চেষ্টা করছেন, হচ্ছে না! নাসুমের অসহায় স্বীকারোক্তি, আমাদের দ্বারা হচ্ছে না, ভালোভাবে চেষ্টা করেও হচ্ছে না! ব্যর্থতার ব্যাখ্যা আরেকটু খুলে বললেন নাসুম, ‘চেষ্টা থাকে ম্যাচ জেতার। একজন ব্যাটার কিংবা বোলার ভালো করলে জেতার সুযোগ থাকে। আমরা চেষ্টা করছি, হচ্ছে না। যেভাবে পরিকল্পনা করছি মাঠে সেটা কাজে লাগাতে পারছি না’।
কেন হচ্ছে না, ভালো করতে কী করণীয়—এ প্রশ্নে নাসুমের সহজ উত্তর, ‘ভালো খেলতে হবে আর কী! ভালো খেলেই জিততে হবে।’ যত সহজে বলা গেল, মাঠে কাজটা ততই কঠিন। কাজটা আরও কঠিন করে তুলেছে বাংলাদেশ দলের টপঅর্ডার। প্রায় প্রতি ম্যাচেই ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশের টপঅর্ডার। ওপেনার লিটন দাসের রানখরার বড় মূল্যই দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। নাসুম বলছেন, ‘প্রথম ছয় ওভারে (পাওয়ার প্লে) আমরা রান করতে পারছি না। এতেই পিছিয়ে যাচ্ছি। রান তুলতে পারছি না, উইকেটও পড়ে যাচ্ছে। এসব নিয়ে আমাদের মধ্যে কথা হয়। সবাই ভালো কিছুর চেষ্টা করছে, কিন্তু সেভাবে হচ্ছে না।’
‘না হওয়ার’ পেছনে কি কোনো ভীতি কাজ করছে খেলোয়াড়দের মধ্যে? প্রসঙ্গটা নাসুম এক কথায় উড়িয়ে দিলেন, ‘ভয়ে থাকলে ক্রিকেট হয় না। আমাদের কারও ভয় ছিল না।’ ভয় না থাকুক, ক্রিকেট খেলাটাই এমন—একবার পরাজয়ের বৃত্তে আটকা পড়লে সেখান থেকে দ্রুত বের হওয়া কঠিন। আবার একটি জয়ই পারে পুরো দলের চেহারা পাল্টে দিতে।
সেই জয়ের অপেক্ষায় আছেন নাসুমও, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান একটা ম্যাচে ভালো করতে পারলে পরের দুটোয় ভালো করা সম্ভব। ওমানে ভালো ক্রিকেট খেলেছি। প্রথমটিতে হারলেও পরের দুটিতে জিতে সুপার টুয়েলভে এসেছি। আমাদের সবারই ইচ্ছা থাকে ভালো কিছু করার। দুর্ভাগ্য, হচ্ছে না।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে