Ajker Patrika

জাতীয় দলের মোড়কে বাংলাদেশের এমন ‘এ’ দলের কাহিনি তাহলে এটাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মে ২০২৫, ১২: ০৮
মোস্তাফিজের পরিবর্তে ‘এ’ দলে জায়গা পেয়েছেন খালেদ। ছবি: ফাইল ছবি
মোস্তাফিজের পরিবর্তে ‘এ’ দলে জায়গা পেয়েছেন খালেদ। ছবি: ফাইল ছবি

কিউইদের বিপক্ষে সিরিজটা ‘এ’ দলের হলেও রীতিমতো ‘জাতীয় দলই যেন দিয়েছেন বিসিবির নির্বাচকেরা! বাংলাদেশ ‘এ’ দলে মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সাইফ হাসান, ইয়াসির আলীকে নিয়ে গড়া এই দলকে দেখে মনে হবে জাতীয় দলের মোড়কেই যেন ‘এ’ দল ঘোষণা করা হয়েছে।

সূত্র জানায়, এ মাসে ৭টি টি-টোয়েন্টি ও সামনের ব্যস্ত সূচি সামনে রেখে জাতীয় দলে একাধিক বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখতেই তারকাখচিত ‘এ’ দল দিয়েছেন নির্বাচকেরা। সিরিজের শেষ অংশে অবশ্য দলে আরও পরিবর্তন আসতে পারে। নিউজিল্যান্ড ‘এ’ দলও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই ক্রিকেটার মোহাম্মদ আব্বাস ও আদি অশোক। লাহোরে জন্ম নেওয়া আব্বাসের মাত্র দুই মাস আগে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। শুধু আব্বাসই নন, সফরকারী দলের আরও সাত ক্রিকেটারের আছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা।

সিলেটে আগামীকাল হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ৭ ও ১০ মে। এরপর ১৪-১৭ মে সিলেটে প্রথম চার দিনের ম্যাচ খেলবে দুই দল। চার দিনের দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে ২১ থেকে ২৪ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত