বিরাট কোহলি বাঁচার আশা প্রায়ই ছেড়ে দিয়েছেন। কারণ খালেদ আহমেদের হাতে অফুরন্ত সময় ছিল রান আউট করার। তবে খালেদ যেটা করেছেন সেটা রীতিমতো চোখ কপালে ওঠার মতো। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন এক রেকর্ড গড়েন কোহলি।
ভারতের প্রথম ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে খালেদকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজ হয়ে যায় কোহলির। রানের জন্য পাগল কোহলি পিচ ছেড়ে অর্ধেক পথ বেরিয়ে আসেন। নন স্ট্রাইক প্রান্তে থাকা ঋষভ পন্ত শুরুতে হ্যাঁ বললেও পরে আবার না করেছেন। কোহলি অর্ধেক পথ বেরিয়েও আর ফেরার চেষ্টা করেননি। নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা খালেদ শুধু বল রিসিভ করে লাগালেই হতো। বাংলাদেশের এই ক্রিকেটার আন্ডারআর্ম থ্রো করতে গিয়ে আর রান আউট করতে পারেননি কোহলিকে। বেঁচে যাওয়া কোহলির সঙ্গে পন্ত এরপর হাসিমুখে আলিঙ্গন করেছেন।
২ রানে বেঁচে যাওয়া কোহলি ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি চার মেরেছেন খালেদকে। যেখানে ১৮.২ ওভারে ১৫০ রান করে টেস্টে দ্রুততম দলীয় ১৫০ রানের কীর্তি গড়ে ভারত। ৩৫ বলে ৪৭ রান করা কোহলি ফিরেছেন সাকিবের বলে। ৪ চার ও ১ ছক্কা মেরেছেন কোহলি। এই স্কোর করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের কীর্তি গড়েন তিনি। ভারতীয় ব্যাটারের তাতে লেগেছে ৫৯৪ ইনিংস। তাতে ভেঙেছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ২৭ হাজার রান করতে খেলেছিলেন ৬২৩ ইনিংস।
ব্যাটিং কিংবা বোলিং—চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে কোনো বিভাগেই নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছিল। কানপুরেও সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ১৭ বলে করেছেন ৯ রান। তবে সেই ব্যর্থতা বোলিংয়ে পুষিয়ে দিচ্ছেন। শুবমান গিল, ঋষভ পন্ত দুই ব্যাটারকে ফ্লাইটের ফাঁদে ফেলে বোকা বানিয়েছেন সাকিব। দুটো ক্যাচই ধরেছেন হাসান মাহমুদ। পার্থক্য শুধু জায়গায়। গিলের ক্যাচটা হাসান ধরেছেন লংঅফে। পন্তেরটা তিনি (হাসান) নিয়েছেন লং অনে।
জীবন পেয়ে ভয়ংকর বনে যাওয়া কোহলিকে আর ইনিংস বড় করতে দেননি সাকিব। ৩০তম ওভারের প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কোহলি। ৫৯৪ ইনিংসে ২৭০১২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে এখন চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট কোহলির ক্যারিয়ারের ৫৩৫তম ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় কোহলির ওপরে আছেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকার। যেখানে সবার ওপরে থাকা শচীনের রান ৩৪৩৫৭। খেলেছেন ৬৬৪ ম্যাচ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৭৮২ ইনিংসে।
কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়েছে। মুমিনুল হক একাই করেছেন ১০৭ রান। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৫ উইকেটে করেছে ২৬৯ রান।
বিরাট কোহলি বাঁচার আশা প্রায়ই ছেড়ে দিয়েছেন। কারণ খালেদ আহমেদের হাতে অফুরন্ত সময় ছিল রান আউট করার। তবে খালেদ যেটা করেছেন সেটা রীতিমতো চোখ কপালে ওঠার মতো। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন এক রেকর্ড গড়েন কোহলি।
ভারতের প্রথম ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে খালেদকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজ হয়ে যায় কোহলির। রানের জন্য পাগল কোহলি পিচ ছেড়ে অর্ধেক পথ বেরিয়ে আসেন। নন স্ট্রাইক প্রান্তে থাকা ঋষভ পন্ত শুরুতে হ্যাঁ বললেও পরে আবার না করেছেন। কোহলি অর্ধেক পথ বেরিয়েও আর ফেরার চেষ্টা করেননি। নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা খালেদ শুধু বল রিসিভ করে লাগালেই হতো। বাংলাদেশের এই ক্রিকেটার আন্ডারআর্ম থ্রো করতে গিয়ে আর রান আউট করতে পারেননি কোহলিকে। বেঁচে যাওয়া কোহলির সঙ্গে পন্ত এরপর হাসিমুখে আলিঙ্গন করেছেন।
২ রানে বেঁচে যাওয়া কোহলি ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি চার মেরেছেন খালেদকে। যেখানে ১৮.২ ওভারে ১৫০ রান করে টেস্টে দ্রুততম দলীয় ১৫০ রানের কীর্তি গড়ে ভারত। ৩৫ বলে ৪৭ রান করা কোহলি ফিরেছেন সাকিবের বলে। ৪ চার ও ১ ছক্কা মেরেছেন কোহলি। এই স্কোর করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের কীর্তি গড়েন তিনি। ভারতীয় ব্যাটারের তাতে লেগেছে ৫৯৪ ইনিংস। তাতে ভেঙেছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ২৭ হাজার রান করতে খেলেছিলেন ৬২৩ ইনিংস।
ব্যাটিং কিংবা বোলিং—চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে কোনো বিভাগেই নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছিল। কানপুরেও সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ১৭ বলে করেছেন ৯ রান। তবে সেই ব্যর্থতা বোলিংয়ে পুষিয়ে দিচ্ছেন। শুবমান গিল, ঋষভ পন্ত দুই ব্যাটারকে ফ্লাইটের ফাঁদে ফেলে বোকা বানিয়েছেন সাকিব। দুটো ক্যাচই ধরেছেন হাসান মাহমুদ। পার্থক্য শুধু জায়গায়। গিলের ক্যাচটা হাসান ধরেছেন লংঅফে। পন্তেরটা তিনি (হাসান) নিয়েছেন লং অনে।
জীবন পেয়ে ভয়ংকর বনে যাওয়া কোহলিকে আর ইনিংস বড় করতে দেননি সাকিব। ৩০তম ওভারের প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কোহলি। ৫৯৪ ইনিংসে ২৭০১২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে এখন চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট কোহলির ক্যারিয়ারের ৫৩৫তম ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় কোহলির ওপরে আছেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকার। যেখানে সবার ওপরে থাকা শচীনের রান ৩৪৩৫৭। খেলেছেন ৬৬৪ ম্যাচ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৭৮২ ইনিংসে।
কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়েছে। মুমিনুল হক একাই করেছেন ১০৭ রান। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৫ উইকেটে করেছে ২৬৯ রান।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে