Ajker Patrika

রফিকদের টাকা না দেওয়ার টুর্নামেন্টে থাকছেন না টেন্ডুলকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮: ২০
রফিকদের টাকা না দেওয়ার টুর্নামেন্টে থাকছেন না টেন্ডুলকার

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে গত বছর মার্চে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। অভিযোগ উঠেছে, টুর্নামেন্ট শেষের এক বছর পরও পারিশ্রমিক বুঝে পাননি রফিক-রাজিনরা। গত বুধবার দৈনিক আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়।

খবর প্রকাশের পর গতকাল খেলোয়াড়দের দাবির ব্যাপারে উত্তর দিয়েছে সংশ্লিষ্ট এজেন্ট। আজ জানা গেছে, এবার আয়োজন থেকে সরে দাঁড়াচ্ছেন টুর্নামেন্টের শুভেচ্ছা দূত ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। 

সূত্র জানিয়েছে, গত বছরের পারিশ্রমিকের ঝামেলা শেষ হওয়ার আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের জন্য নতুন দল গঠন করেছেন খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে তৎপর হন গতবার টাকা বুঝে না পাওয়া ক্রিকেটারেরাও। এবার সমস্যা সমাধান হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন টেন্ডুলকার। 

আজকের পত্রিকায় প্রকাশিত খবরের পর ভারতীয় সংবাদমাধ্যমে শচীন টেন্ডুলকারের সরে দাঁড়ানোর সংবাদভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ লিখেছে, ‘শচীন এই মৌসুমে রোড সেফটি সিরিজে কোনো ভূমিকাতেই থাকছেন না। এ বছর মার্চ ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট। কিন্তু সেখানে থাকছেন না শচীন।’ পিটিআইকে সেই সূত্র জানিয়েছে, অন্য ক্রিকেটারদের মতো টেন্ডুলকার নিজেও পারিশ্রমিক বুঝে পাননি।

বাংলাদেশি ক্রিকেটারদের পাঠানো মেইলের উত্তরে সংশ্লিষ্ট এজেন্টের পক্ষ থেকে গতকাল জানানো হয়, ১০ দিনের মধ্যে পারিশ্রমিক পরিশোধ করা হবে। তবে টাকা না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছেন না টুর্নামেন্ট খেলা বাংলাদেশি ক্রিকেটাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত