নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে গত বছর মার্চে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। অভিযোগ উঠেছে, টুর্নামেন্ট শেষের এক বছর পরও পারিশ্রমিক বুঝে পাননি রফিক-রাজিনরা। গত বুধবার দৈনিক আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়।
খবর প্রকাশের পর গতকাল খেলোয়াড়দের দাবির ব্যাপারে উত্তর দিয়েছে সংশ্লিষ্ট এজেন্ট। আজ জানা গেছে, এবার আয়োজন থেকে সরে দাঁড়াচ্ছেন টুর্নামেন্টের শুভেচ্ছা দূত ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
সূত্র জানিয়েছে, গত বছরের পারিশ্রমিকের ঝামেলা শেষ হওয়ার আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের জন্য নতুন দল গঠন করেছেন খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে তৎপর হন গতবার টাকা বুঝে না পাওয়া ক্রিকেটারেরাও। এবার সমস্যা সমাধান হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন টেন্ডুলকার।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ লিখেছে, ‘শচীন এই মৌসুমে রোড সেফটি সিরিজে কোনো ভূমিকাতেই থাকছেন না। এ বছর মার্চ ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট। কিন্তু সেখানে থাকছেন না শচীন।’ পিটিআইকে সেই সূত্র জানিয়েছে, অন্য ক্রিকেটারদের মতো টেন্ডুলকার নিজেও পারিশ্রমিক বুঝে পাননি।
বাংলাদেশি ক্রিকেটারদের পাঠানো মেইলের উত্তরে সংশ্লিষ্ট এজেন্টের পক্ষ থেকে গতকাল জানানো হয়, ১০ দিনের মধ্যে পারিশ্রমিক পরিশোধ করা হবে। তবে টাকা না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছেন না টুর্নামেন্ট খেলা বাংলাদেশি ক্রিকেটাররা।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে গত বছর মার্চে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। অভিযোগ উঠেছে, টুর্নামেন্ট শেষের এক বছর পরও পারিশ্রমিক বুঝে পাননি রফিক-রাজিনরা। গত বুধবার দৈনিক আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়।
খবর প্রকাশের পর গতকাল খেলোয়াড়দের দাবির ব্যাপারে উত্তর দিয়েছে সংশ্লিষ্ট এজেন্ট। আজ জানা গেছে, এবার আয়োজন থেকে সরে দাঁড়াচ্ছেন টুর্নামেন্টের শুভেচ্ছা দূত ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
সূত্র জানিয়েছে, গত বছরের পারিশ্রমিকের ঝামেলা শেষ হওয়ার আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের জন্য নতুন দল গঠন করেছেন খালেদ মাহমুদ সুজন। এর মধ্যে তৎপর হন গতবার টাকা বুঝে না পাওয়া ক্রিকেটারেরাও। এবার সমস্যা সমাধান হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন টেন্ডুলকার।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ লিখেছে, ‘শচীন এই মৌসুমে রোড সেফটি সিরিজে কোনো ভূমিকাতেই থাকছেন না। এ বছর মার্চ ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট। কিন্তু সেখানে থাকছেন না শচীন।’ পিটিআইকে সেই সূত্র জানিয়েছে, অন্য ক্রিকেটারদের মতো টেন্ডুলকার নিজেও পারিশ্রমিক বুঝে পাননি।
বাংলাদেশি ক্রিকেটারদের পাঠানো মেইলের উত্তরে সংশ্লিষ্ট এজেন্টের পক্ষ থেকে গতকাল জানানো হয়, ১০ দিনের মধ্যে পারিশ্রমিক পরিশোধ করা হবে। তবে টাকা না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছেন না টুর্নামেন্ট খেলা বাংলাদেশি ক্রিকেটাররা।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে