Ajker Patrika

চাচা ফিফটি করতে না পারলেও সেঞ্চুরি করে অপরাজিত ভাতিজা

চাচা ফিফটি করতে না পারলেও সেঞ্চুরি করে অপরাজিত ভাতিজা

অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে ৩১ রান করেছিলেন নুর আলী জাদরান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি একমাত্র টেস্টে আফগানদের প্রথম ইনিংসে অভিষিক্ত নূর আলীর ভাতিজা ইব্রাহিম জাদরান কোনো রানই করেননি। উদ্বোধনী জুটিতে চাচা-ভাতিজার ‘০’ রানই হয়তো দ্বিতীয় ইনিংসে ভালো খেলার জন্য তাতিয়ে দিয়েছিল তাঁদের। আর তাতে লাভ আফগানিস্তান দলের। 

২৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই জবাব দিচ্ছে আফগানরা। প্রথম ইনিংসে তাঁরা যেখানে ১৯৮ রানে অলআউট হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ১৯৯ রান। দিন শেষে যদিও ৪২ রানে পিছিয়ে আফগানরা। 

নুর আলী ও ইবাহিম আফগানিস্তান দলের দ্বিতীয় ইনিংসের একটা ভিত গড়ে দিয়েছেন। ২৫৮ বল খেলে ১০৬ রানের জুটি গড়েন তাঁরা। কাছাকাছি গিয়েও ফিফটি পাননি চাচা নুর আলী। ৪৭ রান করে আশিথা ফার্নান্দোর বলে আউট হয়ে গেলে এই জুটি ছিন্ন হয়। তবে প্রথম ইনিংসে ব্যর্থ ভাতিজা ইব্রাহিম ফিফটি তো করেছেনই, সেটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ২১৪ বলে ১১টি চারে সেঞ্চুরি করেন তিনি। দিন শেষে ১০১ রান নিয়ে অপরাজিত ইব্রাহিম জাদরান। 

নুর আলী আউট হয়ে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটির (৯৩ *) কাছাকাছি ইব্রাহিম। রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। আফগানদের দ্বিতীয় ইনিংস শুরুর আগে শ্রীলঙ্কা ৪৩৯ রানে অলআউট হয়ে যায়। ৬ উইকেটে আগের দিনের ৪১০ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা বাকি ৪ উইকেটে যোগ করতে পারে মাত্র ২৯ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত