অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে ৩১ রান করেছিলেন নুর আলী জাদরান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি একমাত্র টেস্টে আফগানদের প্রথম ইনিংসে অভিষিক্ত নূর আলীর ভাতিজা ইব্রাহিম জাদরান কোনো রানই করেননি। উদ্বোধনী জুটিতে চাচা-ভাতিজার ‘০’ রানই হয়তো দ্বিতীয় ইনিংসে ভালো খেলার জন্য তাতিয়ে দিয়েছিল তাঁদের। আর তাতে লাভ আফগানিস্তান দলের।
২৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই জবাব দিচ্ছে আফগানরা। প্রথম ইনিংসে তাঁরা যেখানে ১৯৮ রানে অলআউট হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ১৯৯ রান। দিন শেষে যদিও ৪২ রানে পিছিয়ে আফগানরা।
নুর আলী ও ইবাহিম আফগানিস্তান দলের দ্বিতীয় ইনিংসের একটা ভিত গড়ে দিয়েছেন। ২৫৮ বল খেলে ১০৬ রানের জুটি গড়েন তাঁরা। কাছাকাছি গিয়েও ফিফটি পাননি চাচা নুর আলী। ৪৭ রান করে আশিথা ফার্নান্দোর বলে আউট হয়ে গেলে এই জুটি ছিন্ন হয়। তবে প্রথম ইনিংসে ব্যর্থ ভাতিজা ইব্রাহিম ফিফটি তো করেছেনই, সেটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ২১৪ বলে ১১টি চারে সেঞ্চুরি করেন তিনি। দিন শেষে ১০১ রান নিয়ে অপরাজিত ইব্রাহিম জাদরান।
নুর আলী আউট হয়ে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটির (৯৩ *) কাছাকাছি ইব্রাহিম। রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। আফগানদের দ্বিতীয় ইনিংস শুরুর আগে শ্রীলঙ্কা ৪৩৯ রানে অলআউট হয়ে যায়। ৬ উইকেটে আগের দিনের ৪১০ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা বাকি ৪ উইকেটে যোগ করতে পারে মাত্র ২৯ রান।
অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে ৩১ রান করেছিলেন নুর আলী জাদরান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি একমাত্র টেস্টে আফগানদের প্রথম ইনিংসে অভিষিক্ত নূর আলীর ভাতিজা ইব্রাহিম জাদরান কোনো রানই করেননি। উদ্বোধনী জুটিতে চাচা-ভাতিজার ‘০’ রানই হয়তো দ্বিতীয় ইনিংসে ভালো খেলার জন্য তাতিয়ে দিয়েছিল তাঁদের। আর তাতে লাভ আফগানিস্তান দলের।
২৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই জবাব দিচ্ছে আফগানরা। প্রথম ইনিংসে তাঁরা যেখানে ১৯৮ রানে অলআউট হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ১৯৯ রান। দিন শেষে যদিও ৪২ রানে পিছিয়ে আফগানরা।
নুর আলী ও ইবাহিম আফগানিস্তান দলের দ্বিতীয় ইনিংসের একটা ভিত গড়ে দিয়েছেন। ২৫৮ বল খেলে ১০৬ রানের জুটি গড়েন তাঁরা। কাছাকাছি গিয়েও ফিফটি পাননি চাচা নুর আলী। ৪৭ রান করে আশিথা ফার্নান্দোর বলে আউট হয়ে গেলে এই জুটি ছিন্ন হয়। তবে প্রথম ইনিংসে ব্যর্থ ভাতিজা ইব্রাহিম ফিফটি তো করেছেনই, সেটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ২১৪ বলে ১১টি চারে সেঞ্চুরি করেন তিনি। দিন শেষে ১০১ রান নিয়ে অপরাজিত ইব্রাহিম জাদরান।
নুর আলী আউট হয়ে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটির (৯৩ *) কাছাকাছি ইব্রাহিম। রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। আফগানদের দ্বিতীয় ইনিংস শুরুর আগে শ্রীলঙ্কা ৪৩৯ রানে অলআউট হয়ে যায়। ৬ উইকেটে আগের দিনের ৪১০ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা বাকি ৪ উইকেটে যোগ করতে পারে মাত্র ২৯ রান।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে