ক্রীড়া ডেস্ক
ব্যাট-বলের কল্যাণে ক্রিকেটপ্রেমীরা শুধু আনন্দই পান না মাঝে মাঝে বিরল কিছুরও সাক্ষী হন। তেমনই অবিশ্বাস্য এক রেকর্ড হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হংকং-বাহরাইনের ম্যাচ হয়ে যায় টাই। ফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেই হলো বিরল রেকর্ড। বাহরাইন সুপার ওভারে এক রানও করতে পারেনি! এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারই দেখা গেল। ব্যাটিংয়ে নেমে সুপার ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করে হংকং।
গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং। জিসান আলম-শহীদ ওয়াসিফদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১২৯ রান তোলে তারা। যদিও শুরুটা তাদের আরও বড় স্কোরের ইঙ্গিত দিয়ে হয়েছিল। দুই ওপেনার আনশি রাঠ ও জিসান ৪.৫ ওভারে স্কোরে জমা করেন ৪৩ রান। আনশি ১৫ ও জিসান ২৯ রানে ফিরলে খেই হারায় তারা।
পরে অধিনায়ক ইয়াসিম মুর্তজার ১৯, শহীদ ওয়াসিফর ৩১ ও নাসরুল্লাহ রানার ১৪ রানের কল্যাণে ১২৯ রান করে হংকং। বাহরাইনের পেসার রিজওয়ান বাট ২৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
হংকংয়ের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাহরাইন ওপেনিং জুটিতে তোলে ৩০ রান। ভালো শুরুর পরও দলের ব্যাটরাররা প্রয়োজনমতো সেভাবে ব্যাট চালিয়ে খেলতে ব্যর্থ হন। ওপেনার প্রশান্ত কুরুপ ৩৭ বলে করেছেন ৩১ রান। সোহাইল আহমেদ ১৭ বলে ১৫ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩৪ রান করেন অধিনায়ক আহমেদ বিন নাসির।
জিততে শেষ ওভারে বাহরাইনের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু ১২ রানের বেশি নিতে পারেনি তারা। খেলা হয়ে যায় টাই। ৮ উইকেটে তারাও করে ১২৯ রান। হংকংয়ের বাঁহাতি স্পিনার ইয়াসিম মুর্তজা ১৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের।
এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় বলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। এর আগে টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল ১ রান।
ব্যাট-বলের কল্যাণে ক্রিকেটপ্রেমীরা শুধু আনন্দই পান না মাঝে মাঝে বিরল কিছুরও সাক্ষী হন। তেমনই অবিশ্বাস্য এক রেকর্ড হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হংকং-বাহরাইনের ম্যাচ হয়ে যায় টাই। ফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেই হলো বিরল রেকর্ড। বাহরাইন সুপার ওভারে এক রানও করতে পারেনি! এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারই দেখা গেল। ব্যাটিংয়ে নেমে সুপার ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করে হংকং।
গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং। জিসান আলম-শহীদ ওয়াসিফদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১২৯ রান তোলে তারা। যদিও শুরুটা তাদের আরও বড় স্কোরের ইঙ্গিত দিয়ে হয়েছিল। দুই ওপেনার আনশি রাঠ ও জিসান ৪.৫ ওভারে স্কোরে জমা করেন ৪৩ রান। আনশি ১৫ ও জিসান ২৯ রানে ফিরলে খেই হারায় তারা।
পরে অধিনায়ক ইয়াসিম মুর্তজার ১৯, শহীদ ওয়াসিফর ৩১ ও নাসরুল্লাহ রানার ১৪ রানের কল্যাণে ১২৯ রান করে হংকং। বাহরাইনের পেসার রিজওয়ান বাট ২৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
হংকংয়ের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাহরাইন ওপেনিং জুটিতে তোলে ৩০ রান। ভালো শুরুর পরও দলের ব্যাটরাররা প্রয়োজনমতো সেভাবে ব্যাট চালিয়ে খেলতে ব্যর্থ হন। ওপেনার প্রশান্ত কুরুপ ৩৭ বলে করেছেন ৩১ রান। সোহাইল আহমেদ ১৭ বলে ১৫ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩৪ রান করেন অধিনায়ক আহমেদ বিন নাসির।
জিততে শেষ ওভারে বাহরাইনের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু ১২ রানের বেশি নিতে পারেনি তারা। খেলা হয়ে যায় টাই। ৮ উইকেটে তারাও করে ১২৯ রান। হংকংয়ের বাঁহাতি স্পিনার ইয়াসিম মুর্তজা ১৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের।
এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় বলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। এর আগে টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল ১ রান।
অনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
১৭ মিনিট আগেবাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
২ ঘণ্টা আগেকোচ, অধিনায়কদের যে জ্বালা-যন্ত্রণার শেষ নেই। দল জিতলে যেমন বাহ্বা পান, তেমনি ম্যাচ হারলে তাঁদের ওপর আসে একের পর এক অভিযোগ। লর্ডসে গত পরশু কাছাকাছি গিয়ে ম্যাচ হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে উঠেছে অভিযোগের আঙুল।
৩ ঘণ্টা আগে২০২৮ লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর। টেলিভিশনে খেলা দেখতে ভারত, বাংলাদেশ—অর্থাৎ দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সব ম্যাচই হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে তৈরি...
৪ ঘণ্টা আগে