Ajker Patrika

ভারতের বিপক্ষে সতীর্থদের ‘সাহসী ও শান্ত’ থাকতে বললেন রিজওয়ান

ভারতের বিপক্ষে সতীর্থদের ‘সাহসী ও শান্ত’ থাকতে বললেন রিজওয়ান

ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের এশিয়া কাপ। আর গতকাল হংকংকে রেকর্ড ১৫৫ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছেন বাবর আজমরা। দলটির সুপার ফোরের ম্যাচ শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। প্রতিপক্ষদের বিপক্ষে জিততে সতীর্থদের বিশেষ বার্তা দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। রবিবারের ম্যাচে সতীর্থদের ‘সাহসী ও শান্ত’ থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি তারকা। 

ভারত-পাকিস্তানের যেকোনো ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই। এশিয়া কাপে দুই দলের মুখোমুখি প্রথম ম্যাচেও তেমন উত্তাপ ছড়িয়েছিল। সে ম্যাচে শেষ ওভারে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এবার তাদের সামনে সুযোগ থাকছে ম্যাচ জয়ের। আগামীকাল দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এ ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন রিজওয়ান। 

দুই দলের রোমাঞ্চকর লড়াই দেখার জন্য শুধু নিজেদের সমর্থকরাই অপেক্ষায় থাকেন না, পুরো বিশ্ব অপেক্ষায় থাকে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। এমন হেভিওয়েট ম্যাচের সময় নিজেদের কি করা উচিত তাই জানিয়েছেন রিজওয়ান। নিজের সতীর্থদের তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। শুধু এশিয়া নয়, পুরো বিশ্ব অপেক্ষায় থাকে এ ম্যাচের জন্য। ম্যাচের চাপ দুই দলের জন্য সমান। তবে ম্যাচের ফল আসবে যারা সাহসী ও শান্ত থাকতে পারবে। আমি সতীর্থদের বলছি, ভারত অথবা হংকং যার বিপক্ষে খেল না কেন এটা শুধু ব্যাট-বলের একটা খেলা। তাই নিজেদের সরল রাখ। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ। আমাদের আত্মবিশ্বাস ভালো। শুধু কঠোর পরিশ্রম আমাদের হাতে আছে, ফলটা সৃষ্টিকর্তা দেবে।’

এশিয়া কাপে সমর্থকদের আশা পূর্ণ করতে চান রিজওয়ান। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ও ফাইনালে যেতে হবে। আমাদের সমর্থকদের চাওয়া যেন আমরা সেরাটা দিতে পারি। এ সময় এটা দৃশ্যমানও যে, সতীর্থরা নিজেদের সেরাটাও দিচ্ছে।’ 

ভারত-পাকিস্তান যদি সুপার ফোরে সেরা দুইয়ে থাকতে পারে তাহলে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে দুই দলকে দেখা যাবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ভারত ৭ বার ও পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হলেও একবারও মুখোমুখি হয়নি ফাইনালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত