Ajker Patrika

অধিনায়কত্ব করতে চান না রশিদ খান

অধিনায়কত্ব করতে চান না রশিদ খান

ঢাকা: কদিন আগে টেস্ট আর ওয়ানডের নতুন অধিনায়ক ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  ফাঁকা ছিল শুধু টি-টোয়েন্টির জায়গাটাই । সেখানে সহ-অধিনায়ক হিসেবে আগে থেকেই আছেন রশিদ খান। ধারণা করা হচ্ছিল, তাঁর কাঁধেই উঠছে টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব। যদিও রশিদ  জানিয়েছেন, তিনি অধিনায়কত্ব করতে চান না।

অধিনায়কত্ব নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার খেলা খেলছে এসিবি। ২০১৯ বিশ্বকাপের দুই মাস আগে হঠাৎ করে আসগর আফগানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল গুলবদিন নাইবকে। বিশ্বকাপে ব্যর্থতার পর তাঁকে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয় রশিদের কাঁধে। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরে আসগরকে আবারও তিন সংস্করণের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়। ১৫ মাসও যেতে না যেতে টেস্ট আর ওয়ানডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হাশমতউল্লাহ শহীদির কাঁধে।

টি টোয়েন্টির দায়িত্ব কে নেবেন সেটা এখনো ঠিক করতে পারেনি এসিবি। অধিনায়ক হওয়ার দৌড়ে রশিদকে এগিয়ে রাখা হলেও, এ মুহূর্তে নিজেকে সাধারণ খেলোয়াড় হিসেবেই মূল্যবান ভাবছেন এই লেগ স্পিনার। অধিনায়কত্ব কেন নিতে চান না, এই প্রসঙ্গে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি সময় হাতে নেই। এ মুহূর্তে দলের জন্য নিজের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ মনে করছি।’

অধিনায়কত্ব করতে হলে সে ক্ষেত্রে দলের অন্যান্য বিষয়েও যুক্ত থাকতে হয়। রশিদের ভয়টা সেখানে, ‘আমার ভয় হচ্ছে অন্য বিষয়ে যুক্ত হলে সেটা আমার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। এক কিংবা দুই বছর সময় পেলে অধিনায়কত্ব সামলানো সহজ হয়। আমি অধিনায়ক ছিলাম, তারা (বোর্ড) আমার মানসিকতা জানে, যে কারণে জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে এবং তারা অন্য কাউকে খুঁজছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত