নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তানজিম সাকিবের করা অনেক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়।
তানজিম সাকিবের পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের দুই ভাগ। কেউ দাবি করছেন, জুনিয়র সাকিবের পোস্ট নারীবিদ্বেষকে ইঙ্গিত করছে। কেউ আবার তাঁর পোস্টের সঙ্গে সহমত পোষণ করছেন। সাকিবের ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতাও দেখছেন অনেকে।
ব্যাপারটি সামনে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। যার জন্য তানজিম সাকিবের সঙ্গে বসেছিলেন বোর্ডের কর্মকর্তারা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন সাকিব। তবে কাউকে আঘাত করার জন্য এমন পোস্ট করেননি বলেছেন তানজিম।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট অপারেশনস থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে...। তার বক্তব্য হচ্ছে—কাউকে আঘাত করার উদ্দেশ্যে এ রকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সে এটার জন্য দুঃখিত।’
সাকিব বিসিবিকে জানিয়েছেন তিনি নারীবিদ্বেষী নন, তাঁর মা-ও একজন নারী। জালাল ইউনুস বলেছেন, ‘একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়-দায়িত্ব নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। সে বলেছে, “আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারীবিদ্বেষী হতে পারি না।” এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা বোর্ড থেকে দেখা হবে।’
জালাল ইউনুস জানিয়েছেন, তানজিম সাকিবকে সতর্ক করেছেন তাঁরা। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সে (সাকিব) বলেছে, “আমি দুঃখিত।” আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে, এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। সে বলেছে, “আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।” (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে। সে তরুণ ছেলে, বয়স কম। এ জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
জালাল ইউনুস আরও বলেন, ‘সে ডিলিট করে ফেলেছে (পোস্ট)। সে কারও সঙ্গে মেশে না। সে যা দিয়েছে নিজে থেকে দিয়েছে। আমরা সে জন্যই বলছি, ভবিষ্যতে যদি কোনো কার্যক্রম থাকে আমরা অবশ্যই মনিটর করব। ক্ষমা চেয়েছে, তার সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব। যদি এমন কোনো সমস্যা থাকে, অবশ্যই আমরা সেই সহায়তাও করব।’
বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তানজিম সাকিবের করা অনেক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়।
তানজিম সাকিবের পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের দুই ভাগ। কেউ দাবি করছেন, জুনিয়র সাকিবের পোস্ট নারীবিদ্বেষকে ইঙ্গিত করছে। কেউ আবার তাঁর পোস্টের সঙ্গে সহমত পোষণ করছেন। সাকিবের ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতাও দেখছেন অনেকে।
ব্যাপারটি সামনে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। যার জন্য তানজিম সাকিবের সঙ্গে বসেছিলেন বোর্ডের কর্মকর্তারা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন সাকিব। তবে কাউকে আঘাত করার জন্য এমন পোস্ট করেননি বলেছেন তানজিম।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট অপারেশনস থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে...। তার বক্তব্য হচ্ছে—কাউকে আঘাত করার উদ্দেশ্যে এ রকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সে এটার জন্য দুঃখিত।’
সাকিব বিসিবিকে জানিয়েছেন তিনি নারীবিদ্বেষী নন, তাঁর মা-ও একজন নারী। জালাল ইউনুস বলেছেন, ‘একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়-দায়িত্ব নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই। এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। সে বলেছে, “আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারীবিদ্বেষী হতে পারি না।” এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা বোর্ড থেকে দেখা হবে।’
জালাল ইউনুস জানিয়েছেন, তানজিম সাকিবকে সতর্ক করেছেন তাঁরা। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সে (সাকিব) বলেছে, “আমি দুঃখিত।” আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে, এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। সে বলেছে, “আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।” (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে। সে তরুণ ছেলে, বয়স কম। এ জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
জালাল ইউনুস আরও বলেন, ‘সে ডিলিট করে ফেলেছে (পোস্ট)। সে কারও সঙ্গে মেশে না। সে যা দিয়েছে নিজে থেকে দিয়েছে। আমরা সে জন্যই বলছি, ভবিষ্যতে যদি কোনো কার্যক্রম থাকে আমরা অবশ্যই মনিটর করব। ক্ষমা চেয়েছে, তার সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব। যদি এমন কোনো সমস্যা থাকে, অবশ্যই আমরা সেই সহায়তাও করব।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে